নিউজ ডেস্ক: বোম্বে হাইকোর্ট মহারাষ্ট্রের সূচনা এবং যৌন সম্পর্ক বিভাগের আধিকারিকদের ২০১৯- এর ইসরায়েল যাত্রা নিয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করল। এই ঘটনা নিয়ে জনস্বার্থের মামলাকারীর আইনজীবী দাবি করে বলেছেন ইসরায়েলের এই যাত্রা পেগাসাসের মত স্পাইওয়ের কেনার জন্য করা হয়েছিল।
লক্ষণ বুড়া এবং দিগম্বরা যারা এই জনস্বার্থ মামলাটি করেছেন৷ তার সঙ্গে ফোন ট্যাপিং মামলা এবং আধিকারিকদের ইজরায়েল যাত্রার মধ্যে সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। জনস্বার্থ মামলায় এই অভিযোগ করা হয়েছে যে, এই ধরনের বিদেশযাত্রার অনুমতি দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের নিয়মের উলঙ্ঘন করা হয়েছে।
এই মামলার আইনজীবী তেজেস দান্ডে আদালতে বলেছেন, ইসরায়েলের কাছে ওয়েব মিডিয়ার পড়াশুনার এমন কোন বিশেষতা নেই৷ যার মাধ্যমে রাজ্য সরকারের আধিকারিকদের লাভ হবে। তিনি বলেন ইজরায়েল যাত্রার মূল উদ্দেশ্য ছিল পেগাসাসের মত স্পাই সফটওয়্যার কেনার।