Kolkata Police: মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সশস্ত্র অবস্থায় ধৃত নুর পেয়েছে ১৮ লক্ষ টাকা পুরস্কার

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টার ঘটনা। নুর আমিনকে কলকাতা পুলিশের (Kolkata Police) করা জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জিএসটি দফতরের ডিজি পর্যায় অফিসারদের সঙ্গে যোগাযোগ।…

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টার ঘটনা। নুর আমিনকে কলকাতা পুলিশের (Kolkata Police) করা জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জিএসটি দফতরের ডিজি পর্যায় অফিসারদের সঙ্গে যোগাযোগ। বিভিন্ন পর্যায় সংস্থার জিএসটি ফাঁকি নিয়ে তথ্য দিত আমিন। নুর আমিনের তথ্যের উপর ভিত্তি করে অভিযান জিএসটি আধিকারিকদের। কোটি কোটি টাকা কর আদায় করত জিএসটি দফতর। এইজন্য ১৮ লক্ষ টাকা পুরস্কার পায় নুর আমিন।

আজ নুর আমিনকে পুলিশ কাস্টাডির শেষে আদালতে নিয়ে আসা হয়েছিল। তার আইনজীবী দাবি করেন, নুর আমিনের মানসিক অবস্থা ঠিক নেই। অবস্থা এতটাই খারাপ যে তাকে কোনও সরকারি হাসপাতালে ভর্তি করা উচিত।

   

নুর আমিনের মানসিক অবস্থা কতটা সুস্থ সেই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তার আইনজীবী বিশেষ কিছু তথ্য তুলে ধরেন। এবং তিনি জানান, নুর আমিনের সঙ্গে জিএসটি দফতরের, কেন্দ্রীয় সরকারের অধীনত জিএসটি দফতরের শীর্ষ আধিকারিক ডিসি পর্যায়ের আধিকারিকদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। যার মধ্যে একজন অফিসার যিনি চেন্নাইতে পোস্টেড। এবং তিনি যখন কলকাতায় ফেরেন তখন শহরের পাঁচতারা হোটেলে কোন কোন সংস্থা জিএসটি ফাঁকি দিচ্ছে এই সমস্ত তথ্য তাকে দিতেন।

নুর আমিনের এই তথ্যের উপর ভিত্তি করে জিএসটি দফতর বিভিন্ন জায়গায় রেড করে কোটি কোটি টাকা আদায় করে। তার পুরস্কার বাবদ নুর আমিনকে ১৮ লক্ষ টাকা দেয়। এই পুরস্কার সংক্রান্ত সার্টিফিকেট নুর আমিনের কাছ থেকে পাওয়া গিয়েছে।

কালীঘাট থানার পুলিশ নুর আমিনের জেরার পর জিএসটি দফতরের আধিকারিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তবে এখনো পর্যন্ত জিএসটি দফতরের আধিকারিকদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।