হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি, তারপরেই চলে আসবে দুর্গাপুজো। আসন্ন এই কথা উৎসবকে ঘিরে সাজো সাজো রব সর্বত্রে। এরই মাঝে অসুরের মতো চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি (Rainfall) হয়েছে।
সোমবার কয়েক দফা বৃষ্টি হয় কলকাতা সহ রাজ্যজুড়ে। প্রশ্ন উঠছে আর কতদিন এমন আবহাওয়া থাকবে? আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের কারণে আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া মোরগ আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
সেইসঙ্গে আরো জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।