বিস্তর দুর্নীতির অভিযোগে পদচ্যুত মমতা ঘনিষ্ঠ নির্মল মাঝি

দুর্নীতি ও অশালীন আচরণের জন্য বারবার বিতর্কে জড়ানো নির্মল মাঝিকে (Nirmal Majhi) এবার ছেঁটে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরলেন তিনি।…

Nirmal Majhi

দুর্নীতি ও অশালীন আচরণের জন্য বারবার বিতর্কে জড়ানো নির্মল মাঝিকে (Nirmal Majhi) এবার ছেঁটে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরলেন তিনি।

নির্মল মাঝির ভূমিকা ঘিরে বারবার বিতর্কে জড়িয়েছে রাজ্য সরকার। সরকারি হাসপাতালে কুকুরের ডায়ালেসিস, জীবনদায়ী টসিলিজুমা ওষুধ কেলেঙ্কারির পরেও নির্মলের জন্য পদ বাড়িয়ে চলেছিল রাজ্য সরকার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভোটে ধুন্ধুমার কান্ডে তাঁর নাম জড়ায়। সর্বশেষ মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

   

উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝিকে কেন কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরালো নবান্ন, সেটি স্পষ্ট নয় নির্মল মাঝির পদে আনা হয়েছে সুদীপ্ত রায়কে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে নতুন নাম ঘোষণা করা হয়েছে।

শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় আর জি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তিনি হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও আছেন।