NIA:ভূপতিনগর কাণ্ডে আবার ঘাসফুল কর্মীদের এনআইএ তলব

ভূপতিনগর কাণ্ডে আবার ঘাসফুল কর্মীদের এনআইএ তলব করা হল। সূত্র মারফত জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগে কয়েকজন…

NIA raids in several districts of Rajasthan

ভূপতিনগর কাণ্ডে আবার ঘাসফুল কর্মীদের এনআইএ তলব করা হল। সূত্র মারফত জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগে কয়েকজন ঘাসফুল কর্মীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যাদেরকে তলব করা হয়েছিল তারা কেউই হাজিরা দেবে না বলে জানিয়েছিল তৃণমূল নেতা কুণাল ঘোষ।

শুধু তাই নয় তিনি এই পুরো ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দেন। তিনি আরও বলেন যে বিজেপি মেদিনীপুরে পায়ের তলায় জমি খুঁজে পাচ্ছে না বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে এইসব তলব করা হচ্ছে। তবে আগের দিনের অভিযোগের চেয়ে শুক্রবারের করা কুণাল ঘোষের অভিযোগ আরও ভয়ানক।

তাঁর অভিযোগ,বহু তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালানো হবে। ইতিমধ্যে তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে দাবি কুণালের। শুধু তাই নয় আগামীকাল কিছু তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য তাঁর এই অভিযোগের পরেই কিন্তু এইআইএ আবার নোটিশ পাঠিয়েছে এবং আগামীকাল তাঁদের নিউটাউনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।