Tuesday, November 28, 2023
HomeKolkata CityCyber Crime: লিংক হইতে সাবধান, অনলাইন অপরাধ রুখতে নতুন এডিজি সাইবার পদ

Cyber Crime: লিংক হইতে সাবধান, অনলাইন অপরাধ রুখতে নতুন এডিজি সাইবার পদ

সাইবার অপরাধ (Cyber Crime) নিয়ন্ত্রনে এবার আরো কড়া পদক্ষেপ রাজ্যের। হাইকোর্টের নির্দেশের পরেই এবার এডিজি সাইবার পদ তৈরি করা হল। প্রয়োজনে তার নেতৃত্বেই গঠন করা হবে সিট। সেক্সটরশন মামলার জের। পুজোর ছুটির আগেই জমা দিতে হবে রিপোর্ট। গত বেশ কয়েক মাস ধরেই গোটা রাজ্য জুড়ে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। যেখানে অচেনা নম্বর থেকে আসে ভিডিও কল। কল রিসিভ করলেই ফেঁসে গেলেন জালে। আপনার সেই কয়েক সেকেন্ডের ক্লিপ তুলে নিয়ে জোড়া হবে অশ্লীল ভিডিও বা ছবির সঙ্গে। এর পরেই করা হয় ব্ল্যাকমেইল। চাওয়া হয় লক্ষাধিক টাকা।

   

এ বিষয়ে আইনজীবী জানিয়েছেন, ” এদের টার্গেট হচ্ছে মধ্যবয়স্ক লোকেরা। যারা সোসাইটিতে একটু দাঁড়িয়ে গিয়েছে তাদের ছবির সঙ্গে অন্য মহিলা বা অশ্লীল ছবির জুড়ে ব্ল্যাকমেইল করা হয়। তাদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া হয়। এমনকি উত্তরবঙ্গে বেশ কয়েকদিন আগে আত্মহত্যার ঘটনাও ঘটেছে”। আমাদের মোবাইল হল ওয়ালেট। যেই মোবাইলের মাধ্যমে আমরা টাকা-পয়সার লেনদেন করছি। সেই একই মোবাইলের মধ্যে যত রকম গেম, এন্টারটেনমেন্ট করছি। এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে তাদের ডিজিটাল হাইজিন বুঝতে হবে। কাউকে ওটিপি দেবেন না সেলফি ক্যামেরা স্টিকার দিয়ে ঢেকে রাখুন। মোবাইলে নামকরা অ্যাপ ছাড়া অন্য কোনও অ্যাপ ডাউনলোড করবেন না। ইকমার্স সাইটে চেষ্টা করুন যাতে ক্যাশ অন ডেলিভারি হয়।

আবার অনেক সময় অনলাইনে শপিং করতে গিয়ে অনলাইনে টাকা পেমেন্ট করার সময় দিতে হয় ব্যাঙ্ক ডিটেলস যেখান থেকেই করা হয় প্রতারণায় মুহূর্তের মধ্যে তুলে নেওয়া হয় ব্যাঙ্কের সর্বস্ব টাকা। আবার অনেক সময় মোবাইলে পাঠানো হয় লিংক। যেখানে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে উধাও আপনার কষ্ট করে উপার্জন করা টাকা। তাই ভেবেচিন্তে কাজ করে সুরক্ষিত রাখুন আপনার সারা জীবনের উপার্জন।

Latest News