Naushad Siddiqui Arrest
কলকাতা: ধর্মতলার বুকে বুধবার বিকেলে বিক্ষোভের আগুন ছড়াল। সংশোধিত ওয়াকফ আইন ও SIR-এর প্রতিবাদে এদিন পথে নামেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর নেতৃত্বে সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিল করে এগোতে থাকেন ধর্মতলার দিকে। কিন্তু পুলিশ দাবি করে, এ মিছিলে কোনও অনুমতি নেওয়া হয়নি। মিছিল ধর্মতলার মেইন রোডে পৌঁছনোর মুখেই শুরু হয় টানাপড়েন। পুলিশ মিছিল সরানোর নির্দেশ দিলে শুরু হয় ধস্তাধস্তি।
পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের ধাক্কাধাক্কি
পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের প্রবল ধাক্কাধাক্কির জেরে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক কর্মীকে আটক করে পুলিশ। জাতীয় পতাকা হাতে ওয়াই-চ্যানেলে বসে পড়েন কর্মীরা। শেষ পর্যন্ত প্রবল হট্টগোলের মধ্যেই আটক করা হয় বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও। তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় ধর্মতলায়।
পুলিশ নামে মেরেছে, অভিযোগ নওশাদের Naushad Siddiqui Arrest
ঘটনার পর নওশাদ সিদ্দিকি অভিযোগ করেন, তাঁকে আটক করার সময় পুলিশ তাঁর নাকে আঘাত করেছে। পুলিশের বিরুদ্ধে তিনি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, “আমার মাথায় টুপি আছে বলেই কি আমি প্রতিবাদ করতে পারব না? আমাকে আটক করে রাখা যাবে না। ওয়াকফ নিয়ে আন্দোলন করার অধিকার আমার আছে।” নওশাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আরএসএস ও বিজেপিকে বার্তা দিতে চাইছেন যে, বাংলায় ওয়াকফ বিরোধী কোনও আন্দোলন হচ্ছে না।
গোটা ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে
যদিও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, গোটা ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “আইএসএফ কোনও অনুমতি নেয়নি। তাই তাঁকে আটক করা হয়েছে।” পুলিশের তরফে নওশাদের মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ওয়াকফ আইন নিয়ে আইএসএফ-এর এই প্রতিবাদ ঘিরে রাজনৈতিক মহলেও আলোড়ন তৈরি হয়েছে। নওশাদ গ্রেপ্তারের পর ধর্মতলা এলাকায় এখনো চড়চড়ে উত্তেজনা বিরাজ করছে।
Kolkata City: ISF MLA Naushad Siddiqui was arrested in Dharmatala, Kolkata, after a protest against the amended Waqf Act and SIR turned violent. Clashes broke out between ISF workers and police, leading to several detentions. Get the full story on the protest, the accusations of police brutality, and the political fallout.