Loksabha election 2024:’চোর ধরো, জেল ভরো’ ভাটপাড়ায় স্লোগান দিলেন মোদী

সময়ের চেয়ে প্রায় ঘণ্টা তিনেকের দেরী। তবুও প্রধানমন্ত্রীকে একটিবার দেখার জন্য ভাটপাড়ার জিলেপি মাঠ কানায় কানায় পূর্ণ। আজ বাংলার প্রধানমন্ত্রী চারটি সভা। সেই সভার প্রথমটি…

modi

সময়ের চেয়ে প্রায় ঘণ্টা তিনেকের দেরী। তবুও প্রধানমন্ত্রীকে একটিবার দেখার জন্য ভাটপাড়ার জিলেপি মাঠ কানায় কানায় পূর্ণ। আজ বাংলার প্রধানমন্ত্রী চারটি সভা। সেই সভার প্রথমটি ছিল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর জন্য। এইদিন তাঁকে সভা শুরুতেই বরণ করে নিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। নরেন্দ্র মোদী তাঁর ভাষণ শুরু করলেন ‘ জয় দুর্গা’ বলে। ভাঙা ভাঙা বাংলা বলার চেষ্টা করলেন। একযোগে আক্রমণ করলেন, ইন্ডিয়া জোট এবং তৃণমূলকে। তাঁর কথার ছত্রে ছত্রে উঠে এলো কংগ্রেসের অনাচার এবং বিজেপি সরকারের সুনামের কথা।

শুধু তাই নয়, তিনি বললেন, ” বাংলায় জয় শ্রী রাম স্লোগান দিতে বাঁধা দেওয়া হয় না।” এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন, ”এখানে রাম নবমী পালন করতে দেওয়া হয় না।” তিনি ভাটপাড়ায় দাঁড়িয়ে স্লোগান দিলেন যে, ” চোর ধরো, জেল ভরো।” তৃণমূলকে তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ” এসএসসি দুর্নীতির টাকা টিএসসির নেতারা পকেটে ভরেছে।” তিনি আরও বলেন, ” সন্দেশখালি নিয়ে কেন তৃণমূল চুপ ? কারণ সন্দেশখালিতে গ্রেফতার হওয়া লোকটির নাম শেখ শাহাজান! তাই তৃণমূল ওঁকে বাঁচাতে চাইছে।” একটু থেমে তিনি আরও বলেন, ” সন্দেশখালি থেকে বোমা, বন্দুক উদ্ধার হচ্ছে! তবুও টিএমসি চুপ!”

   

তিনি এইদিন বলেন ব্যারাকপুর ইতিহাসের জায়গা। শুধু তাই নয়, এই গোটা অঞ্চলকে জুট শিল্পের পীঠস্থান বলে উল্লেখ করে তিনি বলেন, ” এই অঞ্চলের বন্ধ কারখানা আমরা চালু করেছি। আগামীদিনে আবারও সেগুলো চালু থাকে সেইদিকে আমাদের লক্ষ্য থাকবে। ” এইদিন তিনি অর্জুন সিংহকে আরও বিপুল ভোটে জয়ী করার জন্য আবেদন করলেন  এবং জয় শ্রী রাম ধ্বনি দিয়ে সভা শেষ করলেন।