Heatwave:জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবাতার মাঝে নবান্নে খোলা হল কন্ট্রোলরুম

লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহওয়া দপ্তর। বৈশাখের শুরুতেই গরমের এহেন ঝোড়ো ব্যাটিং-এ কাহিল বঙ্গবাসী। তারমধ্যে আবার সামনেই লোকসভা ভোট, সেই ভোটের…

Heat Wave

লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহওয়া দপ্তর। বৈশাখের শুরুতেই গরমের এহেন ঝোড়ো ব্যাটিং-এ কাহিল বঙ্গবাসী। তারমধ্যে আবার সামনেই লোকসভা ভোট, সেই ভোটের উত্তাপ আর গরমের এহেন ঝোড়ো ব্যাটিং দুই মিলিয়ে প্রাণ ওষ্ঠাগত। তারমধ্যে আলিপুর আবহওয়া দপ্তরের থেকে জানানো হয়েছে যে, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

আলিপুর আবহওয়া দপ্তরের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এ ছাড়াও দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৯ এপ্রিল ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে নব্বান্ন। জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেছেন মুখ্যসচিব। পরিস্থিতি মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অফিসারদের সজাগ থাকার নির্দেশও দেওয়া হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও কোথাও যেন জলের সমস্যা না হয় সেই বিষয়েও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গরমের হাত থেকে বাঁচতে বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে রোদে বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। বেশী করে জল এবং ওআরএস খেতে বলা হয়েছে।