হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন, চেক করুন তালিকা

ফের ট্রেন বাতিল। সমস্যার সম্মুখীন হতে চলেছে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের যাত্রীরা। শনিবার থেকে রবিবার পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ ও হাওড়া…

ফের ট্রেন বাতিল। সমস্যার সম্মুখীন হতে চলেছে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের যাত্রীরা। শনিবার থেকে রবিবার পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ ও হাওড়া ডিভিশন হল পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত রেলওয়ে রুট, যেখানে প্রতিদিন লাখো লাখো যাত্রীরা যাতায়াত করেন। বহু মানুষ অফিসের জন্য ট্রেনের ওপর নির্ভর করে থাকেন। এই পরিস্থিতিতে ট্রেন বাতিলের কারণে যাত্রীদের জন্য বড় ধরণের অস্বস্তি তৈরি হতে পারে।

পূর্ব রেল কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজ চলবে। এই কাজের জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। এতে কিছু ট্রেন বাতিল এবং অন্যান্য ট্রেনের রুট পরিবর্তন করা হবে। রেলের ঘোষণা অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-ডায়মন্ড হারবার রুটের ট্রেন নম্বর ৩৪৮৬০, ৩৪৮৫৬ এবং ৩৪৮৫৭।

   

রবিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। আপ লাইনে বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে ট্রেন নম্বর ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ (ডায়মন্ড হারবার-শিয়ালদহ)। ডাউন লাইনে ট্রেন নম্বর ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ বাতিল করা হবে। এছাড়া সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল এবং ডায়মন্ড হারবার-বারুইপুর লোকালও বাতিল থাকবে। পাশাপাশি কিছু রুট সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল।

হাওড়া ডিভিশনে আজিমগঞ্জ-কাটোয়া শাখায় খাগড়াঘাট রোড এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে কাজ চলবে। এই কারণে, ৬ ঘণ্টা সময়ের জন্য ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে, যার ফলে বেশ কিছু ট্রেন বাতিল হতে পারে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের এই পরিবর্তনগুলোর জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত।

যাত্রীদের রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার এবং বাতিল হওয়া ট্রেনগুলির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের যাত্রার সময়সূচি এবং রুট পরিকল্পনা আগে থেকেই যাচাই করে নিতে হবে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়।