এসএসসি চাকরি প্রার্থীদের দিশা দেখানো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল একাধিক মামলা

Justice Abhijit Gangopadhyay

তাঁর নির্দেশে জেরেই বিরাট চাপে রাজ্যের শাসক দল। সিবিআই হাজিরার মুখোমুখি হতে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ সেইসঙ্গে চাকরি গেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। এবার সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাস থেকে সরানো হচ্ছে উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা।

কলকাতা হাই কোর্ট সূত্রে খবর, এবার এসএসসি মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে এখনও অবধি বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলা শুনবেন। সেইসঙ্গে যে সমস্ত মামলাগুলির শুনানি চলছে, তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবেন। একইসঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত মামলাগুলি যদি মামলাকারীদের আপত্তি না থাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ই শুনবেন।

   

কলকাতা হাই কোর্টের কোন এজলাসে কোন মামলা যাবে, তা স্থির করেন প্রধান বিচারপতি। এত দিন এসএসসির নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। নতুন রোস্টার অনুযায়ী, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার ভার দেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরের মামলা সরানো হয়েছে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে।

হাই কোর্ট সূত্রে খবর, প্রতি বছরই কার এজলাসে কী মামলা চলবে তা ঠিক করেন প্রধান বিচারপতি। সেই নিয়ম অনুযায়ী বদল করা হয়েছে। তাই এ ক্ষেত্রে অন্তত অনিয়ম নেই বলেই মনে করছেন আইন বিশেশজজ্ঞরা। হাই কোর্ট সূত্রে খবর, এসএসসি মামলাগুলো শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা।
বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলা শুনবেন। একইসঙ্গে বিচারপতি কৌশিক চন্দ শুনবেন কলেজ, বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন মামলা। পুলিশি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলার দায়িত্বভার দেওয়া হয়েছে বিচারপতি শম্পা সরকারকে।

সম্প্রতি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের সিবিআই তদন্ত, হলদিয়ায় তোলাবাজিতে সিবিআই তদন্ত, শুভেন্দুর নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যের বিপক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। নতুন রোস্টারে এই সব মামলা সরেছে তাঁর বেঞ্চ থেকে। এবার এই গুরুত্বপূর্ণ মামলাগুলি শুনবেন বিচারপতি শম্পা সরকার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন