শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব গেরুয়া সাংসদের, পাল্টা খোঁচা কুনালের

গত কয়েক বছরের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বদলে ফেলেছে দেশের একাধিক বিমানবন্দর (Airport) থেকে রেল স্টেশনের (Rail Station) নাম। এবার শিয়ালদহ স্টেশনের (Sealdah station) নাম…

Sealdah Station

গত কয়েক বছরের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বদলে ফেলেছে দেশের একাধিক বিমানবন্দর (Airport) থেকে রেল স্টেশনের (Rail Station) নাম। এবার শিয়ালদহ স্টেশনের (Sealdah station) নাম বদলে দেওয়ার প্রস্তাব রাখলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য (Rajya Sabha BJP MP Shamik Bhattacharya)। শিয়ালদহ নাম সরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) নাম করার দাবি জানিয়েছেন তিনি। রাজ্যসভার বিজেপি সাংসদের দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

 

   

বুধবার একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করতে রাজ্যের আসেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)। সেই অনুষ্ঠান মঞ্চে রেল মন্ত্রীর কাছে নাম বদলের এই দাবি জানান শমীক। তাঁর এই মন্তব্যের পর শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। সম্প্রতি একাধিক রেল দুর্ঘটনায় রেলের যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে। সেই ইস্যুকে হাতিয়ার করে গেরুয়া শিবির কে নিশানা করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের উন্নয়নকল্পে একাধিক কাজ করেন। সেই অনুযায়ী বিজেপি সরকার কিছুই করতে পারেনি। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটেছে। আগে যাত্রীসুরক্ষার দিকে নজর দিন। তার পর নামবদল।”

অন্যদিকে রাজ্যের অসহযোগিতার কারনে আটকে রয়েছে রেলের একাধিক সম্প্রসারণের কাজ, রাজ্যের এসে দাবি করলেন রেলমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে রেলপ্রকল্পের উন্নয়নে ১০ বছরে ১৩ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে অভিযোগ করেন, রাজ্যের তরফে রেলপ্রকল্পের জন্য জমি দিতে অসহযোগিতা করা হচ্ছে। সে কারণেই রেল প্রকল্পের উন্নয়নে জটিলতা তৈরি হয়েছে বলেই দাবি তাঁর।