নাছোড় সিবিআই, ডাঃ সন্দীপের বাড়িতে আরও কেন্দ্রীয় গোয়েন্দা

আর সিজিও-তে ডেকে নয়, রবিবার সকাল থেকে আরজি কর হাসপাতাল ও মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। সকাল…

More CBI detectives enter Dr Sandeep Ghoshs Beliaghata house to probe RG Kar financial corruption, নাছোড় সিবিআই, ডাঃ সন্দীপের বাড়িতে আরও কেন্দ্রীয় গোয়েন্দা

আর সিজিও-তে ডেকে নয়, রবিবার সকাল থেকে আরজি কর হাসপাতাল ও মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। সকাল ৮টা ৬ মিনিট নাগাদ তাঁরা বাড়িতে ঢুকেছিলেন। এখনও চলছে অভিযান। বেলা বাড়তেই দুপুর সাড়ে ১২টা নাগাদ সিবিআইয়ের আরও ৬ জন আধিকারিককে সন্দীপের বাড়িতে ঢুকতে দেখা যায়।

আরজি করা কাণ্ডে গত ১০ দিন ধরেই ডাঃ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ বেলেঘাটায় সন্দীপের বাড়ির সামনে পৌঁছান ৭ জন কেন্দ্রীয় গোয়েন্দা। এই গোয়েন্দা দলে দেখা যায় এক মহিলা আধিকারিককেও। বহুক্ষণ বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন গোয়েন্দারা। কলিং বেল বাজিয়ে, ফোন করেও কারোর সাড় মিলছিল না।

   

সামান্য লগ্নিতেই বিরাট আয়! যুগান্তকারী উদ্যোগ ভারতীয় রেলের, জানুন আবেদনের নিয়ম

এই অবস্থায় প্রায় এক ঘণ্টার বেশি অপেক্ষার পর সিবিআইয়ের কয়েক জন আধিকারিক বেলেঘাটা থানায় যান। সন্দীপ দরজা না খুললে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, পুলিশের সঙ্গে তা আলোচনা করেন। পরে সকাল ৮টা নাগাদ দেখা যায়, ডাঃ সন্দীপ ঘোষ দরজা খুলে বেরিয়ে এসেছেন। কিছু ক্ষণ দাঁড়িয়ে আবার ভিতরে ঢুকে যান তিনি। তার পরই সিবিআইয়ের জন্য বাড়ির দরজা খুলে দেন তিনি। সন্দীপের বাড়িতে প্রবেশ করেন সিবিআই আধিকারিকেরা। সেই থেকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ জারি রয়েছে।

প্রায় সাড়ে পাঁচট ঘণ্টা পার। দেখা যায়, ডাঃ সন্দীপ ঘোষের বাড়ির মধ্যে যাঁরা ছিলেন, তাঁদর মধ্যে তিন জন একটি ব্যাগ হাতে বেরিয়ে যান। তাঁরা নিজাম প্যালেসের দিকে গিয়েছেন বলে খবর। কিন্তু ভেতরে ঢোকেন আরও ৬ জন গোয়েন্দা।

হার মানবে বাঘ-সিংহ! দেখতে সুন্দর হলেও ভয়ঙ্কর, জানেন দুনিয়ার সবচেয়ে বিষাক্ত প্রাণী কোনটি?

আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। সেই ঘটনায় শনিবার এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। তার পর রবিবার সকাল থেকে শুরু হয়েছে তৎপরতা।

আরজি কর কাণ্ডে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এছাড়াও না জড়িয়ে তাঁর ঘনিষ্ঠ কয়েক জনেরও। যার তদন্তেও সিবিআই। সেই তদন্তের সূত্রে রবিবার সকাল সকাল কয়েকটি দলে ভাগ হয়ে সিবিআইয়ের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন। কেষ্টপুরে আরজি করের ফরেন্সিক কর্তা দেবাশিস সোমের বাড়ি, হাওড়ায় আরজি করের চিকিৎসা সামগ্রী সরবরাহকারী বিপ্লব সিংয়ের বাড়ি, এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে তল্লাশি চলছে। আরজি কর হাসপাতালেও সিবিআইয়ের কয়েকটি দল গিয়েছে। অন্তত ১৫টি জায়গায় হানা দেয় সিবিআই।