Monsoon : মঙ্গলেই কলকাতায় বর্ষা ঢোকার পূর্বাভাস

উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন দেখা নেই। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম হচ্ছে সাধারণ মানুষের। রীতিমতো চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন…

Monsoon : মঙ্গলেই কলকাতায় বর্ষা ঢোকার পূর্বাভাস

উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন দেখা নেই। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম হচ্ছে সাধারণ মানুষের। রীতিমতো চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী। এরই মাঝে নতুন খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহেই বর্ষার আগমন ঘটবে কলকাতায়। যদিও স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও পুরোপুরি স্বস্তি মিলবে না।  হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে পারে।

অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থান সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি অংশ তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে এবং ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে যে এই তাপপ্রবাহের পরিস্থিতি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের বিচ্ছিন্ন পকেটে ১৪ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Advertisements

আইএমডি জানিয়েছে, মধ্য ও তৎসংলগ্ন পূর্ব ভারতের বেশিরভাগ এলাকা থেকে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পেয়েছে। পাঞ্জাব, হরিয়ানা-দিল্লি, পূর্ব উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বিচ্ছিন্ন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে খবর।