ভোট মিটলেও গরমের ব্যাটিং জারি! বাংলায় কবে ঢুকছে বর্ষা, জানাল হাওয়া অফিস

ভোটের পর্ব মিটলেও এখনও বাংলায় জারি গরমের তীব্র ব্যাটিং। আজ কলকাতা শহরের তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রির মধ্যে থাকলেও ফিলস লাইক ৪৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ভরদুপুরে…

weaher

ভোটের পর্ব মিটলেও এখনও বাংলায় জারি গরমের তীব্র ব্যাটিং। আজ কলকাতা শহরের তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রির মধ্যে থাকলেও ফিলস লাইক ৪৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ভরদুপুরে বাইরে বেরোলে গা-হাত পা পুড়ে যাওয়ার জোগাড়। ভ্যাপসা গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত!বৃষ্টির আশায় চাতক পাখির মতো অবস্থা বাঙালির। কিন্তু এখনও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানা গিয়েছে।

হাওয়া দপ্তরের সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা ৷ আর জেলায় জেলায় গরম ও অস্বস্তি চরমে থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে এখন চরম অস্বস্তি চলছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বইবে দমকা বাতাস। উইকেন্ডের আগে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

   

উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে। গত ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী তিন-চার দিনে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। কলকাতায় আংশিক মেঘলা আকাশ আর গুমোট গরমে নাজেহাল অবস্থা। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে।

স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে । আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।