সপ্তাহের শুরুতে অনেকটাই কমল বিভিন্ন সবজির দাম, মুখে হাসি আমজনতার

পুজোর আগে থেকেই বাজারে গিয়ে পকেটে টান পড়ছে আমজনতার। বাজারে গিয়ে ব্যাগ ভর্তি তো হচ্ছেই না বরং উল্টে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। এমনকি লক্ষ্মীপুজোর…

Monday the prices of various vegetables have dropped significantly, bringing smiles to the common people face

পুজোর আগে থেকেই বাজারে গিয়ে পকেটে টান পড়ছে আমজনতার। বাজারে গিয়ে ব্যাগ ভর্তি তো হচ্ছেই না বরং উল্টে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। এমনকি লক্ষ্মীপুজোর পরও হাল বেহাল। যতদিন যাচ্ছে, সবজির দাম (Vegetable Price) উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। প্রতিদিনই প্রায় একটু একটু করে দাম বাড়ছে সমস্ত শাক-সবজির। সবজির এই লাগামছাড়া দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা হয়েছে মধ্যবিত্তের।

সবমিলিয়ে বলতে গেলে বাজারে গিয়ে সবজির দাম (Vegetable Price) দেখে কার্যত ছেঁকা খাচ্ছে আমজনতা। তাহলে এবার দেখে নেওয়া যাক, সপ্তাহের শুরুতে সোমবার কলকাতার বাজারে কতটা কমল-বাড়ল সবজির দাম? প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় সবজির দামে কম-বেশি হেরফের দেখা যাচ্ছে। এখন পটল, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, আলু, আদা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি কিনতে গিয়ে দাম দেখে মাথায় হাত পড়েছে আমজনতার।

   

সোমবারের বাজারে কেজি প্রতি ছোট বেগুন মিলছে ৪৩ টাকায়। আর একটু বড় বেগুন মিলছে ৩৯-৪৩ টাকায়। বড় পেঁয়াজের দাম কমে প্রতি কেজির হয়েছে ৫৩-৫৮ টাকা ও ছোট পেঁয়াজ প্রতি কেজিতে মিলছে ৫৮-৬৪ টাকায়। অন্যদিকে এক কেজিতে আদার দাম কিছুটা কমে পাওয়া যাচ্ছে ৬৬-৭২ টাকায়। এদিকে আলু প্রতি কেজিতে মিলছে ৪৪-৪৮ টাকায়।

গাজরের দাম কমে হয়েছে ৪৬-৫১ টাকায়, লঙ্কারও দাম কমে হয়েছে ৫৬-৬২ টাকা, করলার দাম হয়েছে ৪৫-৫০ টাকা, বিনসের দাম কমে পাওয়া যাচ্ছে ৪৭-৫২ টাকায় ও ক্যাপসিকামের দাম বেড়ে হয়েছে ৫৪-৬০ টাকা। এছাড়াও কুমড়ো বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা কিলো দরে। পটল, চিচিঙ্গা, কচু ও ঝিঙের দাম প্রায় এক। অন্যদিকে রসুন পাওয়া যাচ্ছে, ২৮৩-৩১২ টাকায়। যদিও শীতকাল পড়তে এখনও কিছুদিন দেরী।

কিন্তু এখনই বাজারে দেখা মিলছে ফুলকপি ও বাঁধাকপির। বাজারে ভালো সাইজের ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০-৩৩ টাকার মধ্যে। বাঁধাকপিও প্রতি কেজিতে মিলছে ৩০-৩৩ টাকায়। অন্যদিকে ১ কেজি মটরশুঁটির দাম কিছুটা কমে পাওয়া যাচ্ছে ৫২-৫৭ টাকায়। দেখা যাচ্ছে, আজকে বাজারে বিভিন্ন সবজির দাম কিছুটা হলেও কমেছে। তবে এখনও পর্যন্ত প্রায়শই দাম বৃদ্ধি হচ্ছে বিভিন্ন সবজির।

কিন্তু পুজোর মধ্যে ব্যবসায়ীরা যাতে আর দাম বৃদ্ধি করতে না পারে তার জন্য পুজোর আগে বিভিন্ন বাজারে নজরদারি চালিয়েছিল টাস্ক ফোর্স। এমনকি এ নিয়ে ডাকা বৈঠকে রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ সপ্তাহের শুরুতে সবজির দাম কিছুটা কমায় একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্রেতা থেকে বিক্রেতারা।

তাঁদের মুখে হাসি ফুটেছে। তবে সোমবার দাম কমলেও সবজির দাম বরাবরের মতো কবে আসবে মধ্যবিত্তদের হাতের নাগালে? এখন সেই দিকেই তাকিয়ে আছেন সকলে।