Haimanti Ganguly: অন্তরালে থেকেই বার্তা দিলেন হৈমন্তী

নিয়োগ দুর্নীতিতে (Recruitment corruption) অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে উঠে এসেছিল রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম

Haimanti Ganguly

short-samachar

নিয়োগ দুর্নীতিতে (Recruitment corruption) অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে উঠে এসেছিল রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম। তার পর থেকেই নতুন করে জলঘোলা শুরু হয়েছিল৷ যদিও নিজেকে অন্তরালে রেখেছিলেন হৈমন্তী৷ এখনও অন্তরালে থেকেই বার্তা দিলেন তিনি৷

   

তাঁর কথায়, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর দূর-দূরান্ত কোনও সম্পর্ক নেই। সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। তিনি ষড়যন্ত্রের শিকার। গোপাল দলপতির সঙ্গে তাঁর কোন আর্থিক লেনদেন নেই বলে দাবি করেছেন হৈমন্তী৷ অন্তরালে তাঁর এই বক্তব্যের পর তদন্তকারী সংস্থার পদক্ষেপ কী হবে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷

যদিও হৈমন্তী সম্পর্কে বারবার দাবি করা হচ্ছিল, নিয়োগ দুর্নীতির টাকা গোপাল দলপতি ও তাঁর কাছেই গেছে৷ যদিও গোপাল দলপতির বক্তব্য ছিল, এর সঙ্গে হৈমন্তীর কোনও সম্পর্ক নেই৷ এমনিকি হৈমন্তীকে বারবার ক্লিনচিট দিতে চেয়েছেন হৈমন্তী। সূত্রের খবর, ১১ টি রাজ্যে তাঁর নামে একাধিক কোম্পানির সন্ধান মিলেছে৷ যেখানে বিপুল অঙ্কের টাকার লেনদেনও মিলেছে৷ গোটা বিষয়টি এখন সিবিআইয়ের স্ক্যানারে৷ আগামী দিনে জিজ্ঞাসাবাদের জন্য হৈমন্তীকে তলব করা হয় কিনা এখন সেটাই দেখার৷