Haimanti Ganguly: অন্তরালে থেকেই বার্তা দিলেন হৈমন্তী

নিয়োগ দুর্নীতিতে (Recruitment corruption) অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে উঠে এসেছিল রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম

Haimanti Ganguly

নিয়োগ দুর্নীতিতে (Recruitment corruption) অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে উঠে এসেছিল রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম। তার পর থেকেই নতুন করে জলঘোলা শুরু হয়েছিল৷ যদিও নিজেকে অন্তরালে রেখেছিলেন হৈমন্তী৷ এখনও অন্তরালে থেকেই বার্তা দিলেন তিনি৷

তাঁর কথায়, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর দূর-দূরান্ত কোনও সম্পর্ক নেই। সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। তিনি ষড়যন্ত্রের শিকার। গোপাল দলপতির সঙ্গে তাঁর কোন আর্থিক লেনদেন নেই বলে দাবি করেছেন হৈমন্তী৷ অন্তরালে তাঁর এই বক্তব্যের পর তদন্তকারী সংস্থার পদক্ষেপ কী হবে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷

Advertisements

যদিও হৈমন্তী সম্পর্কে বারবার দাবি করা হচ্ছিল, নিয়োগ দুর্নীতির টাকা গোপাল দলপতি ও তাঁর কাছেই গেছে৷ যদিও গোপাল দলপতির বক্তব্য ছিল, এর সঙ্গে হৈমন্তীর কোনও সম্পর্ক নেই৷ এমনিকি হৈমন্তীকে বারবার ক্লিনচিট দিতে চেয়েছেন হৈমন্তী। সূত্রের খবর, ১১ টি রাজ্যে তাঁর নামে একাধিক কোম্পানির সন্ধান মিলেছে৷ যেখানে বিপুল অঙ্কের টাকার লেনদেনও মিলেছে৷ গোটা বিষয়টি এখন সিবিআইয়ের স্ক্যানারে৷ আগামী দিনে জিজ্ঞাসাবাদের জন্য হৈমন্তীকে তলব করা হয় কিনা এখন সেটাই দেখার৷