জরুরি তলব রাজ্যপাল আনন্দ বোসকে (CV Anand Bose)। তলব এসেছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। রাজভবন সূত্রে খবর, দ্রুত দিল্লি যাবেন রাজ্যপাল। অমিত শাহর অফিস থেকে ডাক এসেছে।
তাৎপর্যপূর্ণ, সরস্বতী পুজো উপলক্ষে রাজভবনে বাংলা শেখার জন্য হাতে খড়ি নিয়েই রাজ্যপাল বলেন জয় বাংলা। এর পরেই দিল্লির ডাক চলে এলো। এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। অবশ্য রাজ্যপালের এই হাতে খড়ি অনুষ্ঠান নিয়ে বিরোধী দল বিজেপি বারবার কটাক্ষ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমন্ত্রণ পেয়েও রাজভবনে যাননি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অনুষ্ঠানের সমালোচনা করলেও সৌজন্য সাক্ষাত করেন। আর অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তবে রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালকে বর্ণ পরিচয় বই উপহার দেন। রাজ্যপাল বলেন জয় বাংলা। এই রেশ কাটতে না কাটতেই রাজ্যপালকে ডেকে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।