Minakshi Mukherjee: বাংলাকে এপাং ওপাং ঝপাং লেখার মাটি হতে দেব না

সিপিআইএমের যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেেলন থেকে দলটির যুব নেত্রী ও ডিওয়াইএফআই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন।  Advertisements মমতা বন্দ্যপাধ্যায়কে…

minakshi mukherjee

সিপিআইএমের যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেেলন থেকে দলটির যুব নেত্রী ও ডিওয়াইএফআই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন। 

Advertisements

মমতা বন্দ্যপাধ্যায়কে পশ্তিমবঙ্গ বাংলা একাডেমির তরফে নিরলস সাহিত্য সাধনার জন্য বিশেষ পুরষ্কার দেওয়ায় বিতর্ক চরমে। এই বিতর্কের রেশ ধরে বাম যুবনেত্রী মীনাক্ষী বলেন, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর , নজরুল ইসলাম , সুকান্ত ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ, লীলা মজুমদারের মাটি। এ মাটি এপাং ওপাং ঝপাং, হাম্বা হুম্বা, হরেকরমবা লিখে সাহিত্য একাডেমি পাওয়ার মাটি আমরা হতে দেব না। মীনাক্ষী মুখার্জির এই ভাষণে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করা হয়েছে। কারণ, তিনি যা বলেছেন সবই মমতার কবিতা। 

   

বিধানসভা নির্বাচনে যে খরা ছিল তা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বামফ্রন্ট। উপনির্বাচন এবং পুর নির্বাচনে অনেকটাই কামব্যাক করেছে বামেদের ভোট। এখন বিরোধী শিবিরের বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়াতে মরিয়া বাম শিবির তথা বৃহত্তম শরিক সিপিআইএম। দুই দিন ধরে ডিওয়াইএফআইয়ের সম্মেলনে তাঁদের উদ্দেশ্যে সারা দেশের কাছে বাংলার ছবি তুলে ধরা। সম্মেলনে সেই বার্তা এলেও প্রশ্ন উঠছে রাজ্যে সিপিআইএমের সংগঠন নিয়ে।

বৃহস্পতিবার সীতারাম ইয়েচুরির বক্তব্য দলকে লড়াইয়ের দিক নির্দেশ করে দিয়েছে। তাঁর কথায়, এই সরকারকে ( কেন্দ্র) বদলে দেওয়া ছাড়া কোনও পথ নেই। বাংলায় বিজেপি আর তৃণমূলের মধ্যে প্রতিযোগিতা চলছে। এ রামনবমী করে, তো ও রামনবমী করে। এ হনুমান জয়ন্তী করে, তো ও-ও তা-ই করে! এ দল ভাঙায়, ও-ও দল ভাঙায়! এই প্রতিযোগিতা করে বিজেপিকে রোখা যাবে না। সরাসরি সংঘাত চাই। যুব সংগঠন হিসেবে ডিওয়াইএফআই-কে সেই কাজ করতে হবে। তারা সেই ক্ষমতা রাখে।