
নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের রূপহারে বাস দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। বুধবার রাতের এই দুর্ঘটনার জখম যাত্রীদের মধ্যে ৬ জন মৃত্যু হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরা সবাই ঝাড়খন্ড থেকে লখনউগামী পরিযায়ী শ্রমিক বোঝাই বেসরকারি বাসের যাত্রী।
রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান জেলা পুলিশ সুপার মহঃ সানা আখতার, মহকুমাশাসক অর্ঘ ঘোষ, রায়গঞ্জ পুরসভার উপ পুরপতি অরিন্দম সরকার সহ অন্যান্য আধিকারিকরা যান। রাতেই পুলিশ ও দমকলের দীর্ঘ প্রচেষ্টার পর বাসটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জাতীয় সড়ক থেকে নয়ানজুলিতে ছিটকে পড়ে বাসটি। উদ্ধারকারীরা বাস থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










