Loksabha election 2024: মোদীর সভা বানাচাল করার ছক! সভার মাঠ খুঁড়ে দিল ট্র্যাক্টর

আগামী ১২ মে জগদ্দলে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিনি আসার আগেই আবার তৃণমূল বিজেপি বাদুনাবাদ। মোদীর যে মাঠে সভা করার কথা সেই…

loksabah eelction 2024

আগামী ১২ মে জগদ্দলে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিনি আসার আগেই আবার তৃণমূল বিজেপি বাদুনাবাদ। মোদীর যে মাঠে সভা করার কথা সেই মাঠই বুধবার সকালে ট্র্যাক্টর দিয়ে খুঁড়ে দেওয়া হলো। এই ঘটনায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার জগদ্দল পেপার মিলের মাঠে সভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই মাঠই এইদিন সকালে কীভাবে ট্র্যাক্টর দিয়ে খুঁড়ে দেওয়া হলো সেই নিয়েই প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন এই বিষয়ে কিছুই বলতে চাইনি। তবে বিজেপি প্রার্থী অর্জুন সিং এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে উল্লেখ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠ খোঁড়ার ঘটনার খবর পেয়ে সকালেই পুলিশ কমিশনার অলোক রাজরিয়া ওই মাঠে গিয়ে এই দৃশ্য দেখতে পান। তিনিই ট্র্যাক্টরটিকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এই খবর পেয়ে মাঠের কাছে পৌঁছন ব্যারাকপুরের প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিংহ। তিনি এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী করেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে। শুধু তাই নয় তিনি দাবি করেন প্রধানমন্ত্রীর সভা বানচাল করে দেওয়ার ছক আছে তৃণমূলের। 

   

যদিও মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁর দাবি, ওই এলাকার সবক’টি মাঠেরই সংস্কার এবং সৌন্দর্যায়নের চলছে। নির্দিষ্ট ওই মাঠে রানিং ট্র্যাক বসানো হবে। সেই কারণেই ট্র্যাক্টর দিয়ে মাঠ সমান করার কাজ করা হচ্ছিল। তাহলে কি ফের ভোটের আগে অর্জুন আর সোমনাথ শ্যামের বাদানুবাদ আবার নতুন করে শুরু হতে চলেছে ? সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।