Kolkata Metro: কলকাতায় প্রথমবার চালক ছাড়াই চলবে মেট্রো

দিল্লির পর এবার কলকাতা। দেশের প্রথম মেট্রো চলাচলকারী শহর পেতে চলেছে চালকবিহীন মেট্রো। অত্যাধুনিক প্রযুক্তির অটোমেটেড মেট্রো চালু হতে পারে কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যেই চালকবিহীন মেট্রোর…

দিল্লির পর এবার কলকাতা। দেশের প্রথম মেট্রো চলাচলকারী শহর পেতে চলেছে চালকবিহীন মেট্রো। অত্যাধুনিক প্রযুক্তির অটোমেটেড মেট্রো চালু হতে পারে কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যেই চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। দেশের দ্বিতীয় শহর হিসেবে কলকাতাতে চালকবিহীন মেট্রো (Kolkata Metro) শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই। ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে প্রথম চালকবিহীন মেট্রো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেট্রো রেলওয়ে সূত্রে জানা গেছে, শিয়ালদা থেকে সেক্টর ৫ রুটে খুব শীঘ্রই চালকবিহীন মেট্রো চালু হবে। এর পাশাপাশি আগামী দিনে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত রুটেও এই মেট্রো চালুর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই পথে চালকহীন মেট্রোর সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। আরও কিছু নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখার পরেই শহরে নতুন প্রযুক্তির এই পরিষেবা চালু হওয়ার কথা জানা যাচ্ছে।

অত্যাধুনিক এই প্রযুক্তিকে বলা হয় অটোমেটিক ট্রেন অপারেশন। এই পদ্ধতির সাহায্যে কোনও মোটরম্যান বা চালক ছাড়াই ছুটবে মেট্রো। যে রুটে এই অটোমেটিক মেট্রো চলবে, সেখানে সিগন্যালিং ব্যবস্থা পরিচালিত হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের (CBTC) সিস্টেমের মাধ্যমে। উন্নততর এই সিগন্যালিং সিস্টেম রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে। সেই কারণেই রুটে এটিও প্রযুক্তিতে চালকহীন মেট্রো চালানো সম্ভব। আগামী দিনে অন্যান্য রুটেও এই পদ্ধতি চালু করা হতে পারে।

চালকযুক্ত মেট্রোতে ‘হিউম্যান এরর’ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে সেটা নেই। অনেক সময়, চালকের ভুলে দরজা খোলাপড়া নিয়ে সমস্যা তৈরি হয়। ডানদিকের বদলে বাম দিকের দরজা খুলে যায়। অটোমেটিক সিস্টেমে সেই ত্রুটি হওয়ার কোনও জায়গা নেই।

প্রযুক্তির উন্নতি ঘটিয়ে আগামী দিনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট এবং জোকা রুটেও এই চালকহীন মেট্রো পরিষেবা চালু করার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত শিয়ালদা সল্টলেক রুটে এই পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিউআর কোড বিশিষ্ট টিকিট থেকে শুরু করে আরও একাধিক উন্নত প্রযুক্তি যুক্ত করা হচ্ছে কলকাতা মেট্রোয়। জলের নিচে মেট্রোর চালু হওয়ার সময়ও দ্রুত এগিয়ে আসছে। এর মধ্যেই আরও এক চমকের জন্য অপেক্ষা করছে কলকাতা মেট্রো।