Kolkata: যান্ত্রিক গোলযোগে বিভ্রাটের পর স্বাভাবিক মেট্রো পরিষেবা

কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে শুরু হল মেট্রো পরিষেবা। ফের শহরে মেট্রো বিভ্রাট! হয়রানির শিকার নিত্যযাত্রীরা। জানা গিয়েছে যান্ত্রিক গোলযোগের কারণেই রবীন্দ্র সদন থেকে…

কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে শুরু হল মেট্রো পরিষেবা। ফের শহরে মেট্রো বিভ্রাট! হয়রানির শিকার নিত্যযাত্রীরা। জানা গিয়েছে যান্ত্রিক গোলযোগের কারণেই রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সাতসকালে কালীঘাট মেট্রো স্টেশনের থার্ড লাইনে যান্ত্রিক গোলোযোগের কারণে আটকে যায় আপ লাইনের একটি রেক। মেট্রো কর্তৃপক্ষ দাবি করে যে ইনসুলেটরের সমস্যার জন্য ইমার্জেন্সি পাওয়ার ব্লক নেওয়া হয়েছে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে সমস্যা সমাধানের জন্য কাজ চলছে (প্রতিবেদন প্রকাশের সময়)। চলছে। আপাতত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলছে। জানা যাচ্ছে, রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস মেট্রো স্টেশন পর্যন্ত থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। কিন্তু আগে-পরের স্টেশনগুলিতে যাত্রীরা আটকে রয়েছেন।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ইঞ্জিনিয়াররা। তবে কী কারণে মেট্রোর গোলমাল হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি। তবে এই ঘটনার জেরে কোন ট্রেন বাতিল করা হয়নি।