দুর্গা পুজোর (Durga Puja) সময় কলকাতায় (Kolkata)অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল (Metro Rail) সারা রাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শারদোৎসবের দিনগুলিতে এই বিশেষ পরিষেবা থাকবে।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুন অরোরা কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেন, নর্থ সাউথ করিডরে সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে ২৪৮টি করে ট্রেন চালানো হবে।
আরও পড়ুন উৎসবের সময় তেড়ে আসছে মেঘাসুর
শারোদৎসবের বাজারে জল ঢালতে তৈরি মেঘাসুর, ভারী বর্ষণ সতর্কতা
তিনি বলেন, উৎসবের তিন দিন কবি সুভাষ ও দক্ষিনেশ্বর প্রান্ত থেকে দুপুর একটায় প্রথম ও পরের দিন ভোর তিনটে পঞ্চাশ মিনিটে শেষ ট্রেন ছাড়বে। এছাড়াও পঞ্চমী ও ষষ্ঠীতে দিনে ২৮৮ ও দশমীতে ১৩২টি ট্রেন চালানো হবে।
মেট্রো রেল জানাচ্ছে, ইস্ট ওয়েস্ট করিডরে শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন ৭২টি করে ট্রেন চালানো হবে। যে সব ষ্টেশনে যাত্রী সমাগম বেশি হবে সেখানে রেল সুরক্ষা বাহিনী রাজ্য ও কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বলে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন। উৎসবের দিনগুলিতে সব ষ্টেশনেই অতিরিক্ত নজরদারি থাকবে বলে তিনি জানিয়েছেন।
দুর্গা পুজোর প্যান্ডেল ও আলোর বাহার দেখতে কলকাতায় ভিড় উপচে পড়ে। বিভিন্ন জেলা ও শহরতলি থেকে কলকাতা, শিয়ালদহ, হাওড়া স্টেশন হয়ে লক্ষ লক্ষ দর্শনার্থী কলকাতায় আসেন।