বাংলা সিনেমা কেন বঞ্চিত? কাস্টিং কাউচের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল বাংলাপক্ষ

ফের একবার সিনেমা হলে বাংলা সিনেমার দাবিতে সরব হল বাংলাপক্ষ। বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে বাংলা সিনেমা তুলে দিয়ে জোর করে হিন্দি সিনেমা চালানোর প্রচেষ্টার বিরুদ্ধে…

ফের একবার সিনেমা হলে বাংলা সিনেমার দাবিতে সরব হল বাংলাপক্ষ। বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে বাংলা সিনেমা তুলে দিয়ে জোর করে হিন্দি সিনেমা চালানোর প্রচেষ্টার বিরুদ্ধে কলকাতার এ এম বাইপাস সংলগ্ন এক্রোপলিস মলের সামনে বাংলা পক্ষর বিক্ষোভ কর্মসূচী সংগঠিত হপ শুক্রবার।

জানা গিয়েছে, এদিন SVF সংস্থার অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য ডাঃ অরিন্দম বিশ্বাস, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, দক্ষিন ২৪ পরগণা জেলার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর ২৪ পরগণা (গ্রামীণ) এর সম্পাদক দেবাশীষ মজুমদার, হাওড়া জেলার সম্পাদক জয়দীপ দে প্রমুখ।
বহিরাগত মালিকানাধীন নানা প্রযোজনা সংস্থা ক্রমাগত প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বাংলা সিনেমার ক্ষতি করে চলেছে।

সম্প্রতি প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত ও বহিরাগত সিনেমা মাফিয়া মহেন্দ্র সোনির বাদানুবাদ প্রকাশ্যে এসেছে। বহিরাগত সিনেমা মাফিয়া শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির মালিকানাধীন SVF বিভিন্ন সিনেমা হল থেকে বাংলা সিনেমা সরিয়ে হিন্দি সিনেমা চালাতে চাপ সৃষ্টি করছে। কারণ SVF বাংলায় হিন্দি ছবি ব্রহ্মাস্ত্র র ডিস্ট্রিবিউটর।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলার মাটিতে বেওসা করতে এসে এখন বাঙালির উপর দাদাগিরি করা শুরু করেছে। বাংলার সিনেমা হল মালিকগুলোকে চাপ দিচ্ছে যাতে বাংলা সিনেমা তুলে নিয়ে হিন্দি সিনেমা চালানো হয়। লক্ষ্মী ছেলে তুলে নিয়ে ব্রহ্মাস্ত্র চালাতে চাপ দেওয়া হচ্ছে। বহিরাগতরা শুনে নাও, বাঙালির হাতেও ব্রহ্মাস্ত্র আছে। এখন সুযোগ দিচ্ছি শুধরে যাও। নাহলে বাঙালি উলঙ্গ করে দেবে। বাংলা সিনেমাকে বাঁচানো ও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বাংলার সরকারকেও নিতে হবে। সব সিনেমা হলে প্রাইম টাইম সহ কমপক্ষে ৫০% বাংলা সিনেমা বাধ্যতামূলক করতে হবে নিয়ম করে।”

কৌশিক মাইতি বলেন, “Qube, UFO র মাধ্যমে বাংলা সিনেমাকে শোষণ করা হচ্ছে। বাংলা সিনেমা হল পেতে অনেক বেশি খরচ হচ্ছে, ডিজিটাল প্রোজেক্টারের রেট বেশি বলে। অন্যদিকে হিন্দি সিনেমা অনেক কম খরচে হল পায়। এই বৈষম্য মানি না। টলিউডে SVF সহ বহিরাগত প্রযোজকদের এই দাদাগিরি আর চলবে না। বাঙালি জয় বাংলা ওষুধ দিয়ে সব ঠান্ডা করে দেবে। ডিজিটাল প্রোজেকশন সিস্টেম সরকার নিজের হাতে নিক।”

ডাঃ অরিন্দম বিশ্বাস বলেন, “বাঙালি জাগছে। বাংলা পক্ষ তো লড়ছে। বাঙালি পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরাও এগিয়ে আসুন। ভয় না পেয়ে রাস্তায় নামুন। এটা তো আপনাদের রুটি -রুজির লড়াইও। আশা রাখি বাংলা সিনেমায় বহিরাগতদের দৌরাত্ম্য কমবে। আজ আমরা সাবধান করে গেলাম।”

বাংলা পক্ষ-র দাবি অনুযায়ী…

১. বাংলার সমস্ত সিনেমা হলে প্রাইম টাইম সহ কমপক্ষে ৫০% স্লটে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক করুক বাংলার সরকার। এই নিয়ে বাংলা পক্ষ সরকারকে চিঠি দিয়েছে।

২. Qube, UFO, UMW র জায়গায় রাজ্য সরকার প্রজেকশন সিস্টেমটা হাতে নিক। যাতে হিন্দি সিনেমার মতো একই রেটে হল পায় বাংলা সিনেমা। কারণ বাংলা সিনেমার প্রজেকশন এর জন্য বেশি টাকা নেওয়া হয়। ডিজিটাল প্রোজেক্টর কিনতে সরকার স্বল্প সুদে হল মালিকদের ঋণ দিক। এটা মূলত সিঙ্গেল স্ক্রিনের জন্য।

৩. সিঙ্গেল স্ক্রিন হল গুলোর পরিকাঠামো ঠিক করতে MSME থেকে সরকার ঋণ দিক।

৪. গ্রাম ও মফস্বলের বাঙালিকে হল মুখী করতে পরিকল্পিত প্রচার ও হল গুলোর আধুনিকীকরণ জরুরী। প্রতিটা জেলায় কমপক্ষে একটা সরকারি হল তৈরি প্রয়োজন।