সৌরভকে দিলীপের কটাক্ষ ঢপবাজির রাজনীতিতে জড়িও না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরের সঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার জন্য বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী গিয়েছেন স্পেনে। শুক্রবার মাদ্রিদে এক বাণিজ্যিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরের সঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার জন্য বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী গিয়েছেন স্পেনে। শুক্রবার মাদ্রিদে এক বাণিজ্যিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিন তিনি ঘোষণা করেন যে মেদিনীপুরে একটি ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছেন তিনি।

প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন যে, ‘উনি রাজনীতির চক্করে যেন না পড়েন। এই ঢপবাজির রাজনীতিতে যেন না পড়েন।’ দিলীপ ঘোষ বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছেন বাংলার স্বার্থে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, উনি যাতে সফল হন। এতে বাংলার মানুষের লাভ হবে। যদি সম্ভব হয়, আরও যাঁরা তারকা রয়েছেন, যাঁরা বাংলার ভাল চান, তাঁদেরও মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগান। তাঁদের ইমেজ কাজে লাগিয়ে যদি কোনও শিল্প আসে, কোনও কাজ হয়, তাতে বাংলার লাভ হবে। শুধু ছবি তুললে কোনও লাভ হবে না।’

বাংলায় বিনিয়োগের জন্য স্পেনের শিল্পপতিদের আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ খড়গপুরে দিলীপ ঘোষ বলেন, ‘বাংলায় জমি তো আছেই। সিপিএম যে জায়গাগুলি তৈরি করেছিল, সেখানে শিল্প হয়নি, বা বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলিতে শিল্প করা হোক। কিন্তু রেললাইন, বিমানবন্দর বা হাইওয়ে তৈরির জন্য কেন্দ্রীয় সরকার যে জমি চাইছে, সেই জমি রাজ্য সরকার দিতে পারছে না। ফলে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প আটকে থাকছে।’