হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন বুদ্ধদেব ভট্টাচার্য

শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। জানা যাচ্ছে, আল্ট্রা সাউন্ড করা হবে তার। ফুসফুসে জল জমেছে কিনা, তা দেখার জন্য এই পরীক্ষা। বুদ্ধবাবুকে…

শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। জানা যাচ্ছে, আল্ট্রা সাউন্ড করা হবে তার। ফুসফুসে জল জমেছে কিনা, তা দেখার জন্য এই পরীক্ষা। বুদ্ধবাবুকে কবে ছাড়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা করে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতেই বুকে সামান্য অস্বস্তি অনুভব করেছিলেন বুদ্ধবাবু। তখন ইসিজি করানো হয়। রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই। তাকে এখনও রাইস নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। বুধবার আম খাওয়ার বায়না করেছিলেন বুদ্ধবাবু। তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বেশ কিছুক্ষণ কথা হয়েছে তার সাথে।

বর্তমানে অনেকটাই ভাল রয়েছেন তিনি। বুকে হালকা ব্যথা হওয়ায় যে পরীক্ষা করানো হয় সেই পরীক্ষার রিপোর্টে সেরকম চিন্তার কিছু নেই। এক্সরে করা হয়েছে। রিপোর্টের বেশ কিছু অংশ অস্পষ্ট। সেগুলি আবারও দেখা হচ্ছে।

গত সোমবার বুদ্ধদেব বাবুর বুকে সিটি স্ক্যান করানো হয়। তখন বুকে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। বুদ্ধবাবুর সংক্রমণের প্রকোপ অনেকটাই কমেছে বলে জানা গেছে। সুস্থ অনুভব করতেই বাড়িতে ফেরার বায়না করেছেন বুদ্ধবাবু। এই শনিবার তার হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পূর্ণ হবে। তাকে শনিবারই ছাড়া হবে কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকরা। এখন সেটাই দেখার। কবে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য।