মুখ্যমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তের নির্দেশ রাজ্যের

উত্তরপ্রদেশ থেকে ফেরার পথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এই ঘটনায় আতঙ্কিত বিমান যাত্রীরা।  শুক্রবার ৩ দিনের সফর শেষে উত্তরপ্রদেশ থেকে কলকাতায়…

মুখ্যমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তের নির্দেশ রাজ্যের

উত্তরপ্রদেশ থেকে ফেরার পথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এই ঘটনায় আতঙ্কিত বিমান যাত্রীরা। 

শুক্রবার ৩ দিনের সফর শেষে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফেরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার কলকাতা বিমানবন্দরে ২.৩৫ মিনিটে অবতরণের সময় হঠাৎ করেই বিমান অনেকটা নীচে নেমে যায়। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে মুখ্যমন্ত্রী সহ বাকিরা।‌‌

আরও পড়ুন: Ritabhari Chakraborty: ভালভাসার মানুষটিকে প্রকাশ্যে মনের কথা বললেন ঋতাভরী

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জেড ক্যাটাগরির।‌ সেখানে তাঁর বিমানে এমন গোলযোগ কিভাবে হল তার কারণ সন্ধান করা হবে। রাজ্য সরকার বিমানে যান্ত্রিক গোলযোগের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন চলছে। এর আগেও একবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সমর্থনে যোগীরাজ্যে প্রচারে গিয়েছিলেন মমতা ব্যানার্জী। সেবার ফিরে এসে অখিলেশ যাদবের জয় নিয়ে আশার কথা জানিয়েছিলেন তিনি। এবারে কলকাতা বিমানবন্দরে নেমে তেমন কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে।

Advertisements

আরও পড়ুন: Sohini Sarkar: সেমি-লিভইন করছেন সোহিনি, কার সঙ্গে জানেন?  

গত বুধবার উত্তরপ্রদেশ সফরে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‌ সেখানে গিয়ে ওইদিন বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে তাঁকে দেখে পথ আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।‌ মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন সভা থেকে তাদের যোগ্য জবাব দেন।