CPIM: উত্তরকাশীর ধস থেকে ‘মুক্তিদাতা’ ব়্যাট মাইনার্সদের ২৬ জানুয়ারি অতিথি করার দাবি সেলিমের

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের ধসে আটকে পড়া ৪১ জন শ্রমিককে সর্বশেষ উদ্ধারকারী মজুরদের পুরস্কৃত করা হোক আসন্ন ২৬ জানুয়ারি। দেশে সর্বপ্রথম এমন দাবি জানাল CPIM দল।…

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের ধসে আটকে পড়া ৪১ জন শ্রমিককে সর্বশেষ উদ্ধারকারী মজুরদের পুরস্কৃত করা হোক আসন্ন ২৬ জানুয়ারি। দেশে সর্বপ্রথম এমন দাবি জানাল CPIM দল। সিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) বলেছেন, সাধারণতন্ত্র দিবসের দিন উদ্ধারকারী শ্রমিকদের অতিথি সম্মান ও পুরস্কৃত করুক কেন্দ্র সরকার। প্রতিবার এই দিনে দিল্লিতে সামরিক কুচকাওয়াজ দর্শনে অংশ নেন কোনও বিদেশি দেশের প্রধান। তিনিই হন প্রধান অতিথি।

সিপিআইএম শীর্ষ নেতা মহম্মদ সেলিম বলেছেন, সাধারণতন্ত্র দিবসে উদ্ধারকারী ব়্যাট মাইনার্সদের অতিথি করা হোক। তাঁর এমন দাবিতে বাম ডান সব শ্রমিক সংগগঠনগুলিতে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, এমন দাবি আর কেউই করেনি। যদিও উদ্ধারকাজ শেষের পর ধস সরানোর কাজে নিযুক্ত সবাইকে অভিন্দন জানানো হয়। অভিযোগ, এই উদ্ধারকাজ শেষ হতেই স্থানীয় বিজেপির সমর্থকরা ‘মোদী মোদী’ স্লোগান তুলেছিলেন।

সিপিআইএমের শ্রমিক শাখা সিআইটিউ (CITU) ধসের আটকে থাকা ৪১ জন শ্রমিকদের উদ্ধারকাজে জড়িতদের বিশেষ সম্মান জানানোর দাবি করেছে। মহম্মদ সেলিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ২৬ জানুয়ারি ব়্যাট মাইনার্সদের সম্মান জানানো দরকার। তিনি লিখেছেন, “একটানা বদ্ধ থাকা সত্ত্বেও শ্রমিকদের জীবনযুদ্ধ এবং সাহস ও দক্ষতার সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে আসার ঘটনা সবাইকে উদ্দীপিত করার মত।” তিনি লিখেছেন, “এটা শ্রমজীবী মানুষের জয়, সবাইকে আমরা সেলাম জানাই”।

উত্তরকাশীতে উদ্ধার কাজে অত্যাধুনিক যন্ত্র বিকল হওয়ার পর একেবারে শেষ পর্যায়ে এসে ব়্যাট হোল পদ্ধতি ব্যবহার করা হয়। বিভিন্ন খনি থেকে কাঁচামাল উত্তোলনের জন্য ‘ইঁদুরের গর্ত’ পদ্ধতি ব্যবহার করা হয়। বিশেষত কয়লা খনিতে এই প্রক্রিয়া খুবই পরিচিত। এর মাধ্যমে বিশেষজ্ঞ, অভিজ্ঞ শ্রমিকেরা ছোট ছোট দলে ভাগ হয়ে খনিতে নামেন। তাঁরা অল্প জায়গা নিয়ে সরু গর্ত খুঁড়তে খুঁড়তে এগিয়ে চলেন। ঠিক যেমন করে গর্ত খোঁড়ে ইঁদুর। প্রয়োজনীয় কয়লা তুলে আবার ওই একই পদ্ধতিতে বেরিয়ে আসেন তাঁরা। সিল্কিয়ারা সুড়ঙ্গের ধস থেকে ৪১ জন শ্রমিককে বার করতে সর্বশেষ সেই পদ্ধতি অবলম্বন করা হয়।