অভিষেকের পরিচয় দিতে সিবিআই ভয় পাচ্ছে কেন: সেলিম

অভিষেকের পরিচয় দিতে সিবিআই এর সাহস হয় না কেন? মোহন ভাগবত, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী- কার ভয়ে? বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক…

md salim

অভিষেকের পরিচয় দিতে সিবিআই এর সাহস হয় না কেন? মোহন ভাগবত, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী- কার ভয়ে? বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সাপ্লিমন্টারি চার্জশিট প্রসঙ্গে একথা বলেছেন তিনি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের এই চার্জশিটে লেখা আছে অভিষেক ব্যানার্জির নাম। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় লেখা নেই। অন্যান্যদের নামের সঙ্গে পরিচয় লেখা আছে।

   

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘খবরে দেখাচ্ছে আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। বিজেপি নেতারা যেমন ভাববাচ্যে কথা বলে থাকে। ওদের এই ভয় আমার ভাল লেগেছে। আমি কথা পাল্টাই না। আগেও বলেছিলাম, কেউ কোনও দুর্নীতি প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে চলে যাব। এখনও তাই বলছি।’‌

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই’র অতিরিক্ত চার্জশিট প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত আমরা দেখছি। সুজয়কৃষ্ণ ভদ্র বলেছিলেন, আমার মালিককে কেউ ছুঁতে পারবে না। সুজয়কৃষ্ণ তো ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-র কর্মচারী। মালিক কে জানে না সিবিআই?

সিবিআইকে কটাক্ষ করে সেলিম বলেন, এত ভয় কিসের। এতদিন তদন্ত করার পর পরিচয় জানা গেল না?