সময়ের আগেই বাংলায় কাঁপুনি ধরাচ্ছে ডেঙ্গু! সতর্ক হতে পরামর্শ চিকিৎসকের

এই প্যাচপ্যাচে গরমে বৃষ্টির দেখা নেই। তবুও লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে বৃষ্টির দেখা না থাকলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ভয় ধরাচ্ছে স্বাস্থ্য দপ্তরে।…

dengu

এই প্যাচপ্যাচে গরমে বৃষ্টির দেখা নেই। তবুও লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে বৃষ্টির দেখা না থাকলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ভয় ধরাচ্ছে স্বাস্থ্য দপ্তরে। খরার মরশুমেও মালদহ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু। এমন পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের। ইতিমধ্যে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরের কর্তা আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হচ্ছে।

মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর এখন পর্যন্ত মালদহে ১৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। গত কয়েক বছরের তুলনায় এই বছর আক্রান্তের পরিসংখ্যান অনেক বেশি। সাধারণ এই সময়ে ডেঙ্গুর প্রকোপ বেশি হয় না, এ বছর ব্যতিক্রমী পরিস্থিতি তাই আগে থেকেই তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের। এখানেই প্রশ্ন উঠেছে তাহলে কি প্রশাসনের চরম অনীহার ফলেই এই অবস্থা? ইতিমধ্যে এলাকায় প্রচারে জোর দেওয়া হচ্ছে। এলাকা পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হচ্ছে বলে খবর।

   

আরও জানা গিয়েছে যে, জেলার ইংরেজবাজার ও কালিয়াচক তিনটি ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মালদহ জেলার ইংরেজবাজার ও কালিয়াচক তিনটি ব্লকে সব থেকে বেশি ডেঙ্গুর প্রকোপ। তাই এই তিনটি ব্লকের ওপর বিশেষ বাড়তি নজরদারি চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি জেলা জুড়ে প্রতিটি ব্লকে ডেঙ্গু সচেতনতা নিয়ে শুরু হয়েছে বিশেষ অভিযান কর্মসূচি। এছাড়াও চিকিৎসকরা বারেবারে সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন। সবসময় মশারি টাঙিয়ে শোয়ার পরামর্শ দিচ্ছেন। পারলে গা-হাত- পা ঢেকে রাখার কথাও বলা হচ্ছে।