অর্ণবের ভর্তি প্রক্রিয়ায় আরও এক ধাপ! হাসি মুখে কাকে কৃতজ্ঞতা জানালেন এই ‘দুর্ধর্ষ’ কৃতী

দীর্ঘ টালবাহানা থেকে শুরু করে রাজনৈতিক হস্তক্ষেপ। অবশেষে প্রাক্তন মাও নেতা অর্ণব দামের মুখে ফুটল হাসি। পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার আরও একধাপ এগোল। সোমবার বৃষ্টিভেজা দুপুরে…

arnab dam

দীর্ঘ টালবাহানা থেকে শুরু করে রাজনৈতিক হস্তক্ষেপ। অবশেষে প্রাক্তন মাও নেতা অর্ণব দামের মুখে ফুটল হাসি। পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার আরও একধাপ এগোল। সোমবার বৃষ্টিভেজা দুপুরে ঠিক ২টোর সময় বর্ধমান সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আসেন অর্ণব। পরণে গোলাপি রঙের ফুল শার্ট এবং কালো প্যান্ট। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই তাঁর কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়। উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অর্ণব।

BJP West Bengal: দিলীপকে পাশে বসিয়ে বিস্ফোরক সুকান্ত!

   

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি করতে চলেছেন অর্ণব। সোমবার সেই ভর্তিরই কাউন্সেলিং ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে নিয়ে যাওয়া হয় মাওবাদী অর্ণব দামকে। সেখানে ইতিহাস নিয়ে পিএইচডির জন্য তাঁর কাউন্সেলিং হয়। অর্ণবের সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশ। প্রায় ঘণ্টা দুয়েক ধরে ইতিহাস বিভাগে অর্ণবের কাউন্সেলিং হয়। তার পর বেলা ৩টে ৫৫ মিনিটে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশের গাড়িত চাপিয়েই নিয়ে যাওয়া হয় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে।

খানাকুলে খান খান তৃণমূল, দলেরই লোক মাথা ফাটাল পঞ্চায়েত সভাপতির

কাউন্সেলিং শেষ হওয়ার পর পুলিশের গাড়িতে ওঠার আগে অর্ণব বলেন, “আজ কাউন্সেলিং হল। আমার পিএইচডিতে ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আশা করি আজ তার অবসান হল।” একই সঙ্গে তাঁর সংযোজন, “উচ্চতর শিক্ষা এবং গবেষণার এই সুযোগ করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ। কারা দফতরের আধিকারিক এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এই জায়গায় আসতে পারতাম না। তাই তাদেরকেও ধন্যবাদ।”

অর্ণব দাম এক সময় খড়গপুর আইআইটিতে পড়তেন। সেখান থেকে বেরিয়ে গিয়েই মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হন। শিলদাকাণ্ডে গ্রেফতার হন, দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবনের সাজাও পান। তবে ছোট থেকেই মেধাবী অর্ণব ইগনু থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এরপরই জেল থেকেই পিএইচডির জন্য আবেদন করেন।

রেলের বড় ঘোষণা, বাংলার লাখ লাখ শিবভক্তের জন্য বিরাট সুখবর

কাউন্সেলিংয়ের পর ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, “ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। এর পর তাঁকে শুধুমাত্র ফি জমা দিতে হবে। আগামী শুক্রবার ফি জমা দেওয়ার দিন। তবে তার জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এলেও চলবে। অনলাইনে ফি জমা করা যাবে।”