শিয়ালদহ থেকে দু’ঘণ্টা দেরিতে ছাড়বে ট্রেন, ফের সমস্যায় যাত্রীরা

আপনিও কি শিয়ালদহ (Sealdah) থেকে ট্রেন ধরবেন ভাবছেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। এবার কয়েক ঘণ্টা দেরিতে ছাড়বে ট্রেন বলে খবর। হ্যাঁ ঠিকই শুনেছেন।…

আপনিও কি শিয়ালদহ (Sealdah) থেকে ট্রেন ধরবেন ভাবছেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। এবার কয়েক ঘণ্টা দেরিতে ছাড়বে ট্রেন বলে খবর। হ্যাঁ ঠিকই শুনেছেন। যে কারণে নতুন করে চরম বিপাকে পড়বেন রেল যাত্রীরা।

আসলে নন-ইন্টারলকিংয়ের (এনআই) কারণে উত্তর রেলওয়ের মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের রোজা স্টেশন আগামী সপ্তাহ থেকে অবরুদ্ধ থাকবে। এর জেরে ২১ জুলাই থেকে ৭ অগাস্ট পর্যন্ত বরেলি দিয়ে যাওয়া ৫৭টি ট্রেন বাতিল থাকবে। নিয়ন্ত্রিত ও স্বল্প মেয়াদের কারণে ২৬টি ট্রেন প্রভাবিত হবে।

   

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে রোজায় নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। আর এই মূল কাজ হবে ২১ জুলাই থেকে। সিনিয়র ডিসিএম আদিত্য গুপ্তা বলেন, রোজা ইয়ার্ডে রি-মডেলিংয়ের কাজ চলছে। ২১ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত বাতিল থাকবে আরও ট্রেন। এই কাজের জন্য শিয়ালদহগামী এবং শিয়ালদহ থেকে জম্মুগামী ট্রেন ব্যাপক প্রভাবিত হবে।

এই যাত্রীবাহী ট্রেনগুলি বাতিল থাকবে

ট্রেন নম্বর ০৪৩৭৯-৯০ রোজা-বেরেলি ২২ জুলাই থেকে ৬ আগস্ট
ট্রেন নম্বর ০৫৪৫৯-৬০ সীতাপুর-শাহজাহানপুর ২২ জুলাই থেকে ৫ আগস্ট
ট্রেন নম্বর ০৪৩০৬-০৫ বালামাউ-শাহজাহানপুর ২১ জুলাই থেকে ৫ আগস্ট
ট্রেন নম্বর ০৪৩৩৭-৩৮ শাহজাহানপুর-সীতাপুর ২২ জুলাই থেকে ৬ আগস্ট

যে ট্রেনগুলি দেরিতে চলবে সেগুলি হল…

শ্রমিক ১২৩৯২ ৫ আগস্ট নয়াদিল্লি থেকে এক ঘণ্টা দেরিতে চলবে।
ডিব্রুগড় রাজধানী ৫০৫০৪ ৩ আগস্ট নয়াদিল্লি থেকে সোয়া এক ঘণ্টা দেরিতে চলবে।
ডিব্রুগড় ২০৫০৬ ৪ আগস্ট নয়াদিল্লি থেকে সোয়া এক ঘণ্টা দেরিতে চলবে।
শিয়ালদহ ১৩১৫১ ২ আগস্ট কলকাতা থেকে দুই ঘণ্টা দেরিতে চলবে।
শিয়ালদহ ১৩১৫২ ২-৩ আগস্ট জম্মু থেকে চার ঘণ্টা দেরিতে চলবে।
শিয়ালদহ ১৩১৫২ ৪ আগস্ট জম্মু থেকে ছয় ঘণ্টা দেরিতে চলবে।
হিমগিরি ১২৩৩২ ১ এবং ৪ আগস্ট জম্মু থেকে তিন এবং সাত ঘণ্টা দেরিতে চলবে।