বন্ধুর নামেই সিলমোহর! মানিকতলার তৃণমূল প্রার্থী চূড়ান্ত করে ফেললেন মমতা

টানা দু’দিনের বৈঠক শেষ। মানিকতলা বিধানসভায় উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাই চূড়ান্ত করে ফেললেন তৃণমূল নেত্রী। তৃণমূল সূত্রে খবর, মানিকতলার প্রয়াত বিধায়ক তথা রাজ্য়ের মন্ত্রী সাধন…

maniktala assembly by-election 2024 tmc candidate supti pandey mamata banerjees decision, মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে

টানা দু’দিনের বৈঠক শেষ। মানিকতলা বিধানসভায় উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাই চূড়ান্ত করে ফেললেন তৃণমূল নেত্রী। তৃণমূল সূত্রে খবর, মানিকতলার প্রয়াত বিধায়ক তথা রাজ্য়ের মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই উপ নির্বাচনে প্রার্থী করতে চলেছে জোড়া-ফুল শিবির।

কলেজে পড়ার সময়ে সুপ্তি পাণ্ডে মমতার সহপাঠী ছিলেন। তাঁর সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক ভাল। ফলে সাধনবাবুর জায়গায় তাঁর স্ত্রীর নামেই প্রার্থী হিসাবে সিলমোহর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

   

মঙ্গলবার দুপুরে সুপ্তি পাণ্ডে, কুণাল ঘোষ, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং ওই এলাকার কিছু কাউন্সিলরকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই প্রার্থী নিয়ে বৈঠক হয়। তারপরই সুপ্তিদেবীকেই বেছে নেন তৃণমূল সুপ্রিমো।

বিরাট উপহার মমতার! এপ্রিল থেকেই ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা

সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেও ওই আসনে প্রার্থী হতে আগ্রহী ছিলেন বলে তৃণমূলের অন্দরের খবর। তবে সূত্রের খবর, মমতা শ্রেয়াকে প্রার্থী করতে খুব আগ্রহী ছিলেন না। এছাড়া নাম উঠেছিল মমতা ঘনিষ্ঠ এক প্রাক্তন আমলারও। তবে, শেষপর্যন্ত সাধন পাণ্ডের পরিবারেই ভরসা রাখলেন মমতা।

প্রার্থী চূড়ান্তকরণ বৈঠক শেষে কুণাল ঘোষ বলেছেন, ‘দলের সংগঠননিয়ে আলোচনা হয়েছে। দল একসঙ্গে, আনুষ্ঠানিক ভাবে জানাবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে দল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা আলোচনা হয়েছে। যথা সময়ে এ নিয়ে বিবৃতি দেবে দল। আমরা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

মান-অভিমান অতীত! কুণাল ঘোষকে বিরাট দায়িত্ব দিলেন মমতা

মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের ইলেকশন এজেন্ট করা হয়েছে কাউন্সিলর অনিন্দ্য রাউতকে। দলের তরফে আহ্বায়ক কুমাল ঘোষ। অর্থাৎ পদ কোয়ানোর পর ফের সংগঠনে আনুষ্ঠানিকভাবে কদর বাড়ছে কুণাল ঘোষের। খোদ নেত্রী ঘোষবাবুকে এই দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন।

আগামী ১০ জুলাই মানিকতলার পাশাপাশি রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তবে মানিকতলা ছাড়া এখনও বাকি কেন্দ্রগুলোর প্রার্থী নিয়ে তৃণমূলে কোনও আলোচনা হয়নি।