নিয়োগ দুর্নীতি মামলার বড় মাথা মানিক ভট্টাচার্যকে জামিন দিল হাইকোর্ট

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় (SSC Scam) জামিন পেলেন মানিক ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের…

manik bhattacharya

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় (SSC Scam) জামিন পেলেন মানিক ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানান পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। 

শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন বিধায়ক। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, জামিন পেলেও এলাকা ছাড়তে পারবেন না মানিক ভট্টাচার্য। তিনি টানা ১০ বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন মানিক। এরপর আজ প্রায় দু বছরের মাথায় জামিন পেলেন তিনি।

   

অন্যদিকে এই দুর্নীতি মামলায় এখনও অবধি জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কুন্তল সহ আরও অনেকে। তাঁরা কি জামিন পাবেন নাকি পাবেন না তা নিয়ে উঠছে প্রশ্ন।

২০২২ সালের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক অশিক্ষক কর্মী (গ্রুপ সি এবং ডি) এবং শিক্ষক কর্মচারী নিয়োগের তদন্তের নির্দেশ দেন। নিয়োগপ্রাপ্তরা বাছাই পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে চাকরি পাওয়ার জন্য ৫-১৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। 

উল্লেখ্য, এর আগে মানিক ভট্টাচার্য জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও শীর্ষ আদালত মানিককে জামিন দেয়নি। মানিককে জামিন মামলার ভুল সংশোধন করে উচ্চ আদালতে আবেদন করতে বলা হয়। জামিনের জন্য হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূল বিধায়ক। তাৎপর্যপূর্ণভাবে নিয়োগ মামলায় মানিকের পাশাপাশি তার স্ত্রী ও ছেলেকেও আটক করা হয়।

পরে হাইকোর্ট তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্যের জামিন মঞ্জুর করেন। মানিককে সুপ্রিম কোর্ট জামিন দিলেও জামিন পাননি মানিক।