Calcutta High Court: শিক্ষক নিয়োগে দুর্নীতিতে মমতা সরকার কোণঠাসা, পর্ষদ সভাপতিকে সরানোর নির্দেশ

  Advertisements শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের মমতা সরকারের মুখ পুড়ল। চরম দুর্নীতি হয়েছে নিয়োগ করার ক্ষেত্রে এই মর্মে প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সরানোর…

ssc high

 

Advertisements

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের মমতা সরকারের মুখ পুড়ল। চরম দুর্নীতি হয়েছে নিয়োগ করার ক্ষেত্রে এই মর্মে প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দিল হাইকোর্ট।

   

সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল মামলার শুনানি। সেখানেই আদালতের তরফে জানানো হয়েছে, এখনই প্রাথমিক সভাপতির পদ থেকে মাণিক ভট্টাচার্যকে অপসারণ করতে হবে।আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে। নতুন সভাপতি পদে নিযুক্তি না হওয়া অবধি সভাপতির পদ সামলাবেন সচিব।

শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পর্ষদের তরফে আদালতে জমা দেওয়া হয়েছিল। আদালতের মনে হয়েছে, এই সমস্ত নথি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সেকারণে আদালতের অবমাননা করা হয়েছে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।