লোকসভা ভোটের প্রচারে ৫ দিনে ৮ সভা মমতার

টার্গেট চব্বিশ। টানা প্রচারে তৃণমূলনেত্রী। উনিশে এপ্রিল উত্তরবঙ্গে ভোট। তার আগে ৪ এপ্রিল উত্তরে মমতার প্রচার শুরু। উত্তরের পরেই নজর জঙ্গমহলে। ৫দিনে ৮টি সভা করবেন…

CM Mamata Banerjee

টার্গেট চব্বিশ। টানা প্রচারে তৃণমূলনেত্রী। উনিশে এপ্রিল উত্তরবঙ্গে ভোট। তার আগে ৪ এপ্রিল উত্তরে মমতার প্রচার শুরু। উত্তরের পরেই নজর জঙ্গমহলে। ৫দিনে ৮টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উনিশে এপ্রিল লোকসভা ভোট শুরু। উঠেছে প্রচারে প্রচার। এবার ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু। তারপরেই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে টানা প্রচার। ৫দিনে আট সভা করবেন মমতা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সভা রয়েছে তৃণমূলনেত্রীর। এরমধ্যে দুটি সভা করবেন জলপাইগুড়িতে।

   

চার ও পাঁচ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তারপর, ৬ ও ৭ এপ্রিল যথাক্রমে রায়গঞ্জ ও বালুরঘাটে সভা। এরপর বাঁকুড়া ও পুরুলিয়ায় সভা করে ৮ এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটে প্রচারে মমতার নজরে উত্তরবঙ্গ। ৪ ও ৫ এপ্রিল সভা করবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরবঙ্গের এই তিনটি লোকসভা আসনেই উনিশের লোকসভা ভোটে জয়ী হয় বিজেপি। একুশের বিধানসভা ভোটের নিরিখেও এই তিনটি আসনে এগিয়ে ছিল পদ্ম। চব্বিশে এ ছবি পালটাতে মরিয়া তৃণমূল। ময়দানে খোদ মমতা। জলপাইগুড়ির ২ টি সভা সহ ৪ ও ৫ এপ্রিল তিন জেলায় ৪টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৬ ও ৭ এপ্রিল সভা রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিশের লোকসভা ভোটে ওই দুটি লোকসভা আসনেই জয় পায় পদ্ম। একুশের বিধানসভা অবশ্য ভোটে খেলা ঘুরিয়ে দুটি আসনেই এগিয়ে ছিল তৃণমূল। এবার চব্বিশের লোকসভা ভোটের আগে রায়গঞ্জ ও বালুরঘাটে মমতা।

উত্তরবঙ্গের পরেই মমতার নজরে জঙ্গলমহল। ৫দিনে আটটি সভার মধ্যেই তৃণমূলনেত্রীর সভা হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়ায়। উনিশের লোকসভা ভোটে বাঁকুড়া ও পুরুলিয়া লোকসভা আসনে জয়ী হয় বিজেপি। একুশের বিধানসভা ভোটের ফলের নিরিখে পুরুলিয়ায় এগিয়ে ছিল পদ্ম। বাঁকুড়া লোকসভা আসনে এগিয়ে ছিল তৃণমূল।

এবার চব্বিশের লক্ষ্যে প্রচারে ঝড় তুলতে উত্তর এবং জঙ্গমহলে মমতা বন্দ্যোপাধ্যায়।