Job Scam: অভিষেককে সিবিআই ডাকতেই মমতার হুঙ্কার

নিয়োগ দুর্নীতির সম্পাদক(Job Scam) তদন্তে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সিবিআই নোটিশ পাঠানোর পর হুঙ্কার ছাড়লেন মমতা(Mamata Banerjee)। তৃ়ণমূল কংগ্রেস নেত্রী ও…

mamata banerjee abhishek banerjee

নিয়োগ দুর্নীতির সম্পাদক(Job Scam) তদন্তে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সিবিআই নোটিশ পাঠানোর পর হুঙ্কার ছাড়লেন মমতা(Mamata Banerjee)। তৃ়ণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী বলেন, অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না, আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের পর রাজনৈতিক মহল সরগরম। আর অভিষেক বলেছেন তিনি বাঁকুড়া থেকে সরাসরি কলকাতায় ফিরে শনিবার সিবিআই জেরার মুখোমুখি হবেন।

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সিবিআইয়ের নোটিস পান ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরেই সিদ্ধান্ত নেন কলকাতায় ফিরবেন। সূত্রের খবর, শনিবার সকাল ১১টায় সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার কথা অভিষেকের।

নিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে হাইকোর্ট।

নির্দেশের পর পশ্চিম বর্ধমান থেকে অভিষেক সাংবাদিক সম্মেলন করেছিলেন। “তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তাঁর কোনও ভয় নেই। দরকারে একদিনের জন্য নব জোয়ার যাত্রা থামিয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন।”