DA Hike: বড়দিনের আগেই ৪ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

বড়দিনের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। ৪ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। বৃহস্পতিবার অ্যালেন পার্কে বড়দিন উপলক্ষে…

Mamata Banerjee

বড়দিনের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। ৪ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। বৃহস্পতিবার অ্যালেন পার্কে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী ঘোষণার সঙ্গে উল্লেখ করেন যে এটি সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার। আগামী ১ জানুয়ারি ২০২৪ থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ধিত হারে ডিএ পাবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনের মাঝেই এমন ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে মুখ্যমন্ত্রী ঘোষণায় খুশি নন আন্দোলনকারীদের বড় একটি অংশ বলে জানা যাচ্ছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১ জানুয়ারি,২০২৪ থেকে সব সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্ধিত হারে ডিএ পাবেন।” তবে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে এই মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয় রাজ্য সরকার এবং রাজ্যের জন্য এটা ঐচ্ছিক বিষয়। তিনি জানান যে সরকারি কর্মীরা এত পরিশ্রমের কথা ভেবেই ডিএ বৃদ্ধি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও জানান যে রাজ্যের পে কমিশন আছে এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস সংক্রান্ত নিয়মের তফাৎ আছে। সেটা থাকা সত্ত্বেও রাজ্য কর্মীদের কথা ভেবে মাঝে মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। রাজ্যের ২ হাজার ৪০০ কোটি টাকা খরচ হবে এই বৃদ্ধির জন্যে, জানান মুখ্যমন্ত্রী।

ফলে সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হল ১০ শতাংশ। তবে একদমই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আগ্রহী নন আন্দোলনকারীরা, এমনটাই সাফ জানিয়েছেন তারা। তাদের দাবি অনুযায়ী কেন্দ্রের সঙ্গে এখনও ৩৬ শতাংশ পার্থক্য থেকে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের। এই ফারাকের অবিলম্বে পূরণের দাবি জানিয়েছেন তারা।