CPIM কে কটাক্ষ করে দ্য কেরালা স্টোরি প্রদর্শন নিষিদ্ধ করলেন মমতা

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, “বিদ্বেষ ও হিংসার কোনো ঘটনা এড়াতে এবং রাজ্যে শান্তি বজায় রাখতে এটি…

Kerala Congress and Left Government Reject Plea, Order Release of 'The Kerala Story'

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, “বিদ্বেষ ও হিংসার কোনো ঘটনা এড়াতে এবং রাজ্যে শান্তি বজায় রাখতে এটি করা হয়েছে।”

‘দ্য কেরালা স্টোরি’-এ, অভিনেত্রী আদাহ শর্মা ফাতিমা বা নামে একজন হিন্দু মালয়ালি নার্সের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি কেরালা থেকে নিখোঁজ হওয়া ৩২,০০০ নারীর মধ্যে রয়েছেন এবং পরে আইএসআইএস (ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া)-এ যোগ দিয়েছিলেন বলে কাহিনীতে উঠে এসেছে। ছবিতে দেখান হয় তাকে ইসলামে ধর্মান্তরিত করতে বাধ্য করা হয়।

এছাড়াও ছবিটি ‘লাভ জিহাদ’ প্রচারকে হাইলাইট করে, যেখানে মুসলিম পুরুষরা হিন্দু মেয়েদেরকে ইসলামে ধর্মান্তরিত করতে এবং তাদের পরিবার পরিত্যাগ করার বিষয় তুলে ধরা হয়।

এই ছবির বিষয় নিয়ে বিতর্ক আছে। মমতার কটাক্ষ, কেরলের সিপিআইএম পরিচালিত সরকারের বিরুদ্ধে। তিনি বলেন ছবি নিয়ে সিপিএমের সরকার নীরব। যদিও কেরল সরকার ও সিপিআইএম এই ছবির বিষয়বস্ত নিয়ে আগেই সরব হয়েছে।

সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্য তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে।

মমতা বলেন, সিপিএম তো বিজেপির সঙ্গে কাজ করে। সিপিএমের উচিত এই ছবিটির সমালোচনা করা। ওই দলটিই তো কেরালা ফাইলস দেখাচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, আমায় জানানো হয়েছে, এর পরে বেঙ্গল ফাইলসের প্রস্তুতি চলছে। প্রথম ওরা কাশ্মীরের মানুষের অসম্মান করেছে। তার পরে কেরালার মানুষের করেছে। এবার পশ্চিবঙ্গের পালা।