Mamata Banerjee: মাধ্যমিক পরীক্ষার মাঝেই মমতার ধরনা, হাজার কোটি টাকা পাঠাল মোদী সরকার

কেন্দ্রের কাছে বকেয়া টাকা আদায়ে ধরনায় মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। মাধ্যমিক পরীক্ষার মাঝেই তিনি ধরনায়। এদিকে মমতা ধরনা বসার আগেই ১ হাজার কোটি টাকা বরাদ্দ…

Mamata Banerjee

কেন্দ্রের কাছে বকেয়া টাকা আদায়ে ধরনায় মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। মাধ্যমিক পরীক্ষার মাঝেই তিনি ধরনায়। এদিকে মমতা ধরনা বসার আগেই ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ব্যাঙ্ক ট্রান্সফারের নির্দেশ দেওয়া হয়।

রেড রোডে ধর্না মঞ্চে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগে দেখেছিলাম কেন্দ্রীয় সরকারের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের কর্মসূচি নিয়েছিলেন। মে মাসের শেষের দিকে আমরা এই ধরনা কর্মসূচি দেখেছিলাম। বছর ঘুরতে না ঘুরতেই ফের ধর্না কর্মসূচি। এই কর্মসূচিতে বিশেষ বৈশিষ্ট্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি। কালো পাড়ের সাদা শাড়ি তিনি পড়ে এসেছেন। এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অনন্যা ব্যানার্জি থেকে শুরু করে কাউন্সিলর যারা রয়েছেন সকলেই সেখানে উপস্থিত। একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলেই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার জন্যই এই ধর্না কর্মসূচি। একটা বাজতে তিন মিনিটের দিকে তিনি ধরনা মঞ্চে ওঠেন আগামীকাল ৪৮ ঘণ্টা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তিনি মঞ্চ থেকে নামবেন।

মমতার ধর্না মঞ্চে কর্মসূচির দিন রাজ্যের নির্দিষ্ট প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। এ ঘটনা একেবারে কাকতালীয় হতে পারে। ঘটনাচক্রে এদিনই টাকা বরাদ্দ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার এদিন যে অর্থ বরাদ্দ করেছে তা অবশ্য বাংলার বকেয়া পাওনা নয়। সুব্রত মুখোপাধ্যায় যখন রাজ্যে জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী ছিলেন তখন থেকেই বাংলার প্রতিটি ঘরে ঘরে নল বাহিত জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়ে অতিসক্রিয় হয়েছিলেন। তার কারণও রয়েছে। কলকাতায় বাড়িতে বাড়িতে ট্যাপের মাধ্যমে জল সরবরাহ হয়। কিন্তু জেলায় অধিকাংশ জায়গায় নলকূপের জল এখনও পানীয় হিসাবে বহু মানুষ ব্যবহার করে। অথচ বাংলায় আর্সেনিক ও ফ্লোরাইডের সমস্যা প্রবল। যা শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। এই কারণে নদীর বা হৃদের জল তথা সারফেস ওয়াটার পরিস্রুত করে বাড়িতে বাড়িতে সরবরাহ করার যোজনা নেওয়া হয়। এই প্রকল্পে সাহায্যের জন্য ইউপিএ সরকারের আমল থেকে একটি যোজনা ছিল। তার নাম জাতীয় রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন। মোদী জমানায় আর পাঁচটা পুরনো প্রকল্পে নতুন জামা পরানোর মতই এর নাম হয় জল জীবন মিশন।