মলয়ের উপর চটে লাল মমতা! নিতে পারেন ভয়ঙ্কর পদক্ষেপ

নিজের আইন এবং শ্রম মন্ত্রীর উপরে বেজায় ক্ষুব্ধ মমতা? সূত্রের খবর লোকসভায় আসানসোলের ফলাফল নিয়ে খুশি নন তৃণমূল সুপ্রিমো! আর তার জেরেই কি ক্ষমতায় কোপ…

mamata malay

নিজের আইন এবং শ্রম মন্ত্রীর উপরে বেজায় ক্ষুব্ধ মমতা? সূত্রের খবর লোকসভায় আসানসোলের ফলাফল নিয়ে খুশি নন তৃণমূল সুপ্রিমো! আর তার জেরেই কি ক্ষমতায় কোপ পড়তে চলেছে মন্ত্রী মলয়ের? শুরু হয়েছে জোর জল্পনা! সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়লাভ করলেও, উপনির্বাচনের নিরিখে তৃণমূলের ভোটের ব্যবধান ব্যাপক পরিমাণে কমেছে! এমনকি আসানসোল পৌর এলাকায় তৃণমূল অনেকটাই পিছিয়ে পড়েছে প্রতিপক্ষ বিজেপির থেকে!

আর তার জেরেই কি মমতা আলাদা করে দেখা করার নির্দেশ আসানসোলের তথা মন্ত্রী মলয় ঘটককে? চাইতে পারেন কৈফিয়তও এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ! আসানসোলের শহরাঞ্চলে কান পাতলেই শোনা যায়, পৌরসভা এলাকার রাজনীতির মূল নিয়ন্ত্রক এই ঘটক পরিবার! দাদা মলয় যেখানে রাজ্যের মন্ত্রী, ভাই অভিজিৎ এক সময়ে ছিলেন আসানসোলের মেয়র এবং বর্তমানে তিনি মেয়র পারিষদ সদস্য! ২০১৬ সালে এই অভিজিৎ এর নামেই তোলাবাজির অভিযোগ ওঠে! আর মনে করা হয় পরবর্তীকালে সেই জন্যই নতুন মেয়র নির্বাচনের সময়, অভিজিৎ কে বাদ দিয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কে মেয়র পদে এনে বসানো হয়! যদিও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিধান উপাধ্যায়ের বারাবনী থেকে যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস!

   

অপরদিকে কয়লা পাচার কেলেঙ্কারিতে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে সমন পেয়েছেন মন্ত্রী মলয় ঘটকও! একটা সময় এমনও শোনা যাচ্ছিল যে তিনি দলবদলও করতে পারেন! এমনকি রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী থাকা সত্ত্বেও, সেই অর্থে বিজেপি বিরোধী রাজনীতি না করা, এবং মিডিয়া তথা রাজনীতির আঙিনায় সেরকমভাবে ভিজিবিলিটি না রেখে কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিরস্কৃতও হয়েছেন মলয় ঘটক!

কিন্তু সুত্র মারফত এবার খবর পাওয়া যাচ্ছে যে মলয় কে রীতিমতো এবার আল্টিমেটাম দিতে চান মমতা! নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন যে মলয় ঘটকের অধীনে থাকা দুই দপ্তরের কাজ নিয়ে মোটেই খুশি নন মমতা ব্যানার্জি! একদিকে বিভিন্ন ক্ষেত্রে রায় নিয়ে হাইকোর্টের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন সংঘাত নিয়ে যেমন তিতিবিরক্ত মুখ্যমন্ত্রী, তেমনি শ্রম মন্ত্রকের কাজেও খুব একটা খুশি নন! তাই এবার তার ক্ষোভের রোষানলে পড়তেই পারেন আইনমন্ত্রী তথা শ্রম মন্ত্রী মলয় ঘটক! সেই সঙ্গে গোদের উপর বিষফোঁড়া হিসাবে আসানসোলের ব্যর্থতাও অনুঘটক হিসেবে কাজ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল!