লোকসভা ভোটের পর এই প্রথম! মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সময় চাইলেন মমতা

মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর…

narendra modi and mamata

মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়ে তাঁর তরফে সময় চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি রাজ্যের দাবিদাওয়া সম্বন্ধে সরব হবেন।

জ্যোতিপ্রিয় মল্লিকের ‘মারাত্মক’ বুকে ব্যথা! রাতেই ছুটতে হল হাসপাতালে

   

মমতা দিল্লি সফরে যাচ্ছেন মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। শনিবারের ওই বৈঠকে তিনি কী বলবেন, সেই মর্মেও তথ্য জোগাড় করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। একটি সূত্রের দাবি, মমতা নীতি আয়োগের বৈঠকে ওই লিখিত তথ্য পেশ করতে পারেন। তিনি সেখানে বক্তৃতা না-ও করতে পারেন। বৃহস্পতিবারই তিন দিনের সফরে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর এটাই হতে চলেছে মমতার প্রথম দিল্লি সফর। একাধিক কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন তিনি। রাজ্যের দাবিদাওয়া নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী।

Durga Puja 2024: রাজনীতি ভুলে পুজোর ভিড় টানার লড়াইয়ে সুজিত-সজল? রাতারাতি নোটিস পুলিশের

একটি সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, আবাস যোজনা বা একশো দিনের কাজের প্রকল্পে টাকা নিয়ে সরব হতে পারেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছনোর কথা মমতার। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে শুক্রবার সংসদে যেতে পারেন তিনি। সেখানে ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।