আমায় একটু সময় দিন…জুনিয়ার ডাক্তারদের অবস্থানমঞ্চে বার্তা মমতার

সল্টলেকে জুনিয়ার ডাক্তারদের ধর্ণামঞ্চে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার আচমকা সল্টলেকে এসে ধর্ণাস্থলেই বসে পড়েন তিনি। মমতাকে সামনে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে…

Mamata Banerjee

সল্টলেকে জুনিয়ার ডাক্তারদের ধর্ণামঞ্চে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার আচমকা সল্টলেকে এসে ধর্ণাস্থলেই বসে পড়েন তিনি। মমতাকে সামনে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত ধর্ণাস্থল।  মমতা বলেন, আপনারা চুপ করুন, আমার কিছু বলার আছে।  আমি আপনাদের দিদি হিসেবে এসেছি। আমি ছাত্র আন্দোলনকে সমর্থন করি। আমি অনেক চিন্তা করেই আপনাদের কাছে এসেছি। আমি আন্দোলনের ব্যাথা বুঝি। আমি যখন এসেছি কাজ করবই। ঝড় জলে যেভাবে রয়েছেন, ৩৩ দিন, আমার তাতে কষ্ট হয়েছে। আমিও ঘুমাইনি। আমি বলতে চাই আমি একা সরকার চালাই না। সবার সঙ্গে আলোচনা করে আমি সিদ্ধান্ত নেব।

কলতান গ্রেফতার হতেই বাম নেতার সমর্থনে আসরে এবার ‘রাম’

   

তিনি আরও বলেন, আমি সিবিআইকে বলব দ্রুত তদন্ত করে অপরাধীর শাস্তি হোক। আমি এটুকু বলতে পারি আমি কারও প্রতি অবিচার করব না। যত হাসপাতাল আছে, সর্বত্র রোগী কল্যান সমিতি ভেঙে দিলাম ঘনিষ্টদের আমি চিনি না। আপনারা আমার ভাইবোন। আমি কোনও অ্যাকশন নেবনা আপনাদের বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন। বহু লোক মারা গিয়েছে। আপানারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আপনারা দয়া করে কাজে ফিরুন। আমায় একটু সময় দিন। আমি নিশ্চই ব্যবস্থা নেব। 

ধর্ণামঞ্চে হামলার অভিযোগে গ্রেফতার বাম নেতা কলতান!

এদিকে মুখ্যমন্ত্রী নিজে ধর্ণাস্থলে আসাকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী আলোচনার স্বদিচ্ছা প্রকাশ করেছেন। আমরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি রয়েছি। 

গালওয়ান সহ চারটি এলাকা থেকে সরল চিন, জয়শঙ্করের দাবিকে স্বীকৃতি বেজিংয়ের

উল্লেখ্য কিছুদিন আগে  আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য নবান্নে গিয়েছিলেন জুনিয়ার ডাক্তাররা। তবে রাজ্য আন্দোলনকারীদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি না মানায় ভেস্তে যায় সেই বৈঠক। এরপর এদিন মমতার আকস্মিক ধর্ণামঞ্চে হাজির হওয়া একটি বড়সড় ‘রাজনৈতিক চমক’ বলেই মনে করছে রাজনৈতিক মহল।