বিধানসভা কক্ষেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে আলাদা করে কথা নওশাদের! তারপর থেকেই শুরু রাজনৈতিক জল্পনা। তাহলে কি ভোট মিটতেই তৃনমূলের দিকে পা বাড়াচ্ছেন আইএসএফ নেতা? সোমবার বিধানসভা অধিবেশন কক্ষে দেখা গিয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রথমে নওশাদের কানে কানে কিছু বলেন এবং তারপরেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কিছু কথা বললেন নওসাদ। এখানেই দানা বেঁধেছে জল্পনা। কী কথা হল মুখ্যমন্ত্রী এবং আইএসএফের নেতার?
সবজির বাজার গরম, চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য
তাঁদের মধ্যে কী কথা হল এই প্রসঙ্গে নওশাদ সাংবাদিকদের বলেন, ‘ফুরফুরা শরীফের একটা কাজ ছিল। উনি তা করে দিয়েছেন। একান্ত ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই।’ উল্লেখ্য এদিন বিধানসভায় দেখা যায়, নওসাদের কানের কাছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কিছু বলছেন। পরে জানা যায়, ফিরহাদ তাঁকে বলেছিলেন, তোমাকে মুখ্যমন্ত্রী ডাকছেন। এই কথা শুনেই নওসাদ তাঁর আসন ছেড়ে উঠে পড়েন। তার পর বিধানসভা কক্ষের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেন।
সোমে স্বস্তি মিললেও মঙ্গলে ভাসবে মহানগরী, জেনে নিন কী বলছে হাওয়া অফিস?
প্রসঙ্গত সোমবার বিধানসভায় বাংলা ভাগ নিয়ে নওসাদ বলেন, ‘ আমি প্রথমেই বলি নীতিগতভাবে কোনও ভাবেই বাংলা ভাগ মেনে নেওয়া যায় না, বাংলা ভাগ করা যায় না।’ শুধু তাই নয়, তিনি এইদিন মুখ্যমন্ত্রী কটাক্ষ করে জানান যে, ‘ যে অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহারের দাবি তুলেছিলেন, সেই অনন্ত মহারাজের বাড়িতে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। এটা কীসের ইঙ্গিত করে?’ তিনি আরও বলেন যে, নওশাদের সংযোজন, ‘দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে। কলকাতার পিজি হাসপাতালের মতো উন্নত মানের হাসপাতাল উত্তরবঙ্গে দেওয়ার প্রয়োজন আছে। চিকিৎসা পরিষেবার মান কলকাতার থেকে অনেক পিছিয়ে আছে।’