আমরাই মানুষের হাতে টাকা পৌঁছে দিচ্ছি, বিধানসভায় বললেন মমতা

বিজেপির বিক্ষোভের মাঝেই শুক্রবার বাজেট পেশ করা হল বিধানসভায়। এদিন বিধানসভায় বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহামারির মাঝেও রাজ্যের ভালো…

বিজেপির বিক্ষোভের মাঝেই শুক্রবার বাজেট পেশ করা হল বিধানসভায়। এদিন বিধানসভায় বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহামারির মাঝেও রাজ্যের ভালো আয় হয়েছে। রাজস্ব আদায় ৩.৭৬ শতাংশ বেড়েছে। সামাজিক পরিষেবায় বরাদ্দ ১০ দশমিক ৭ গুণ বেড়েছে। কৃষিক্ষেত্রে বরাদ্দ ১০০ দশমিক ৩ গুণ বেড়েছে। ৭৮ লক্ষ কৃষককে সাহায্য দিচ্ছি। পিছিয়ে পড়া আদিবাসী অনগ্রসর উন্নয়নে ৬ দশমিক ৭ গুণ বরাদ্দ বেড়েছে। খাদ্যসাথীতে ১০ কোটি মানুষকে সুবিধা দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী প্রকল্পে ১ কোটি সাড়ে ৪ লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখনও কেন্দ্রে কাছে অনেক টাকা পাই। কেন্দ্রের কাছ থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পাই। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য সরকার। একমাত্র বাংলাতেই পেনশন দেওয়া হয়। গ্যাস পেট্রোলের দাম বাড়বে বলছে, এদিকে মানুষের হাতে পয়সা নেই। ব্যাঙ্কে রাখা টাকা ফেরত পাওয়া যাবে? আমরা মানুষের হাতে টাকা পৌঁছে দিচ্ছি। ফরাক্কা ড্রেজিংয়ে টাকা দেওয়া হয়নি।’