‘আমি এখনও জন্মাইনি’! নামটাও নাপসন্দ! কেন এমন বললেন মমতা?

কলকাতা: বুধের সকালে কচিকাঁচাদের সঙ্গে বেশ খোশ মেজাজেই কাটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে সাফ জানালেন সবসময় শক্ত কথা ভাল লাগে না। কখনও কখনও একটু…

Concert at Kasba Featuring 32 Songs by Mamata Banerjee

কলকাতা: বুধের সকালে কচিকাঁচাদের সঙ্গে বেশ খোশ মেজাজেই কাটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে সাফ জানালেন সবসময় শক্ত কথা ভাল লাগে না। কখনও কখনও একটু আনন্দ,উল্লাস, উচ্ছ্বাসও থাকা উচিত৷ যা মানুষের প্রাণকে আনন্দময় করে তুলবে। এসবের মাঝেই নিজের বয়স নিয়েও খানিক মশকরা করলেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্টস উইকের অনুষ্ঠানে তিনি বলেন, “সবাই আমার জন্মদিন জন্মদিন করে। আমার তো মনে হয় আমি এখনও জন্মাইনি। জন্ম হবে সেদিন, যেদিন আমি এই পৃথিবী থেকে বিদায় নেব।” (Mamata Banerjee jokes about birthday)

ছোটবেলার কাহিনী শোনালেন মমতা Mamata Banerjee jokes about birthday

বুধবার ধনধান্য স্টেডিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই বরাবরই তিনি খুদেদের মাঝে থাকতে ভালোবাসেন। তাঁদের ছোটবেলার গল্পও শোনান৷ আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রীর জন্মদিন ৫ জানুয়ারি৷ কিন্তু এদিন মুখ্যমন্ত্রী বলেন, তাঁর জন্মদিন ৫ জানুয়ারি নয়৷ তা সত্ত্বেও এই দিনই উদযাপন করা হয়, যা তাঁর মোটেও পছন্দ নয়। কিন্তু কেন এই দিনটিতে তাঁর জন্মদিন পালন করা হয়? মুখ্যমন্ত্রী জানান, তাঁকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা। তখন শিক্ষকরা তাঁর জন্মদিন জানতে চান। কিন্তু তাঁর বাবা মেয়ের জন্মদিন বলতে পারেননি। তাই তিনি শিক্ষককে বলেছিলেন, একটি দিন লিখে দিন। সেই থেকেই তাঁর সমস্ত সার্টিফিকেটে জন্মদিন হিসাবে ৫ জানুয়ারি লেখা হয়ে যায়।

   

নামও নাপসন্দ Mamata Banerjee jokes about birthday

শুধু জন্মতারিখ নিয়ে গন্ডোগোল নয়, তাঁর নিজেরই নামটাও নাকি তাঁর পছন্দ নয়৷ সেইসঙ্গেই তিনি জানান, তাঁর বয়স ৫ বছর বাড়ানো আছে। মুখ্যমন্ত্রী বলেন, “যতটা সম্ভব আমি একটা বইতে এই কথাগুলো লিখে গিয়েছি৷ আমার তো নামটাও আমার পছন্দ নয়। কিন্তু হয়ে গিয়েছে।” পাল্টানোর কথা বেশ কয়েকবার ভাবলেও তা আর হয়ে ওঠেনি৷ এই সবের মাঝে বাম আমলে হওয়া তাঁর উপর অত্যাচারের কথাও এদিন শোনান মুখ্যমন্ত্রী৷ 

 West Bengal: Mamata Banerjee shares light-hearted moments with students during Students Week event. She jokes about her birthday and emphasizes the importance of joy. Learn more about her heartfelt speech and this special event.