ভোটের আগে ফের পায়ে চোট পেলেন মমতা

বিধানসভা ভোটের আগে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার পঞ্চায়েত ভোটের আগে ফের তিনি পায়ে চোট পেলেন। উত্তরবঙ্গে প্রচারে গিয়ে তাঁঁকে বহনকারী কপ্টার দুর্যোগে পড়েছিল। জরুরি…

ভোটের আগে ফের পায়ে চোট পেলেন মমতা

বিধানসভা ভোটের আগে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার পঞ্চায়েত ভোটের আগে ফের তিনি পায়ে চোট পেলেন। উত্তরবঙ্গে প্রচারে গিয়ে তাঁঁকে বহনকারী কপ্টার দুর্যোগে পড়েছিল। জরুরি অবতরণের পরে তিনি বাগডোগরা হয়ে কলকাতায় ফেরেন। দেখা যায় তিনি পায়ে চোট পেয়েছেন। 

ভোটের আগে ফের পায়ে চোট পেলেন মমতা

বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম-এর উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয়।  গাড়ি থেকে নামার সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। পায়ে চোট থাকায়, হাঁটতে অসুবিধা হচ্ছে। বাঁ পা ফেলতে পারছেন না। হুইল চেয়ার বা স্ট্রেচারের সাহায্য ছাড়াই হাসপাতালর ভিতরে গেলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। বৈকণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে হেলিকপ্টার যাওয়ার সময় ঝড়ের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেবকে  সেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করেছিল হেলিকপ্টার। সেই দুর্যোগের সময়ে মুখ্যমন্ত্রীর কোমরে ও পায়ে চোট লেগেছে বলে জানা গেছে। সেই দুর্যোগের পর মুখ্যমন্ত্রীকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে।

ভোটের আগে ফের পায়ে চোট পেলেন মমতা

Advertisements

মুখ্যমন্ত্রী আসার আগে কলকাতা বিমানবন্দর চত্বরে টার্মিনালের ভিতরে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল। গ্রিন করিডর তৈরি করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা ছিল।এসএসকেএম হাসপাতাল চত্বরেও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দুর্যোগের মধ্যে পড়ার পর তার খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।