Loksabha election 2024: ‘এখনও রক্তের দাগ মোছেনি, আবার প্রার্থী হয়েছে’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কোচবিহারে আজ জোড়া সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে সভা থেকে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ২০২১-এর বিধানসভার সময়…

tmc-bjp

কোচবিহারে আজ জোড়া সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে সভা থেকে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ২০২১-এর বিধানসভার সময় শীতলকুচিতে যা ঘটেছিল, তা কি আপনারা ভুলে গিয়েছেন? শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়িয়ে যখন পাঁচজনকে গুলিবিদ্ধ হতে হয়েছিল, তখন সেখানকার এসডিপিও ছিলেন দেবাশিস ধর। আর সেই দেবাশিস ধরই এবার বীরভূমের বিজেপি প্রার্থী।

Paschim Bardhaman: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে কালো টাকার তল্লাশি

   

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধরকে কটাক্ষ করে বলেন, ‘হাতে রক্তের দাগ’ নিয়ে প্রার্থী হয়েছেন। এই বলে তিনি দেবাশিস ধর এবং বিজেপি দুজনকেই তুলোধনা করেন। তিনি শীতলকুচি কাণ্ডে বলেন, ”ভুলে গিয়েছেন ৫ জনকে গুলি করে মেরেছিল। ৪ জন সংখ্যালঘু ছিলেন আর একজন রাজবংশী। ভোটের মধ্যেই আমি ছুটে এসেছিলাম। ” তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, ” ওই পুলিশকর্তার বিষয়ে বিভাগীয় শাস্তি ছিল, ভিজিল্যান্স ছিল, রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তাঁর ভিজিল্যান্সে ‘ক্লিয়ারেন্স’ দিয়েছে।

Lok Sabha 2024: লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ ভোট পাওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি

যদিও এই বিষয়ে দেবাশিস ধর সংবাদমাধ্যক বলেন , ” ”আমার হাতে কোনও রক্ত নেই। সিআইডি ঘটনার তদন্ত করছে। আমি দোষী হলে কি এখানে থাকতে পারতাম?”