SSC Scam: সিবিআইয়ের পর ইডি, শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে জেরবার মমতা

জোড়া আক্রমণ ! শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সাঁড়াশি চাপের মুখে তৃণমূল কংগ্রেস সরকার। সিবিআইয়ের পর এবার স্কুল সার্ভিস কমিশনের মামলায় তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

জোড়া আক্রমণ ! শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সাঁড়াশি চাপের মুখে তৃণমূল কংগ্রেস সরকার।
সিবিআইয়ের পর এবার স্কুল সার্ভিস কমিশনের মামলায় তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এএসএসসি নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক লেনদেন হয়েছে সিবিআই তদন্তে এমনই সূত্র ও তথ্য উঠে আসছে। ফলে তদন্তে নামতে চলেছে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের নথি চেয়েছে ইডি।

নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায সিবিআইকে যে সব তথ্য দিয়েছেন তাতে তৃণমূলের উঁচুতলার যোগ স্পষ্ট এমনই মনে করছে সিবিআই। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর দেওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। বিতর্কে মমতা সরকার।

মেধা বহির্ভূত নিয়োগে বিপুল আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তে নামছে ইডি। দিল্লি থেকে সিবিআইয়ের দফতরে চিঠি পাঠিয়ে নথি চেয়েছে ইডি।

তদন্তের জন্য সিবিআইয়ের কাছ থেকে এফআইআরের ৪ টি কপি এবং যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হবে বাগ কমিটির রিপোর্ট।

ইডি অনুসন্ধান করবে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টাকা কার মারফত, কীভাবে, কোথায় পৌঁছাল। এবিষয়ে আলাদ করে মামলা রুজু করতে চলেছে ইডি।